আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের সম্মেলনস্থলে পাল্টা সমাবেশের ডাক

সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত সম্মেলনে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু সম্মেলনস্থলে একইদিন কর্মী সমাবেশের ডাক দিয়েছে জেলা জাতীয় পার্টির বিদ্রোহী নেতারা। 'প্রস্তাবিত জাতীয় পার্টি সিলেট জেলা তৃণমূল সম্মেলন প্রস্তুতি কমিটি নামে' সদ্য গঠিত কমিটি গতকাল সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেছে। এ নিয়ে জেলা জাতীয় পার্টির সম্মেলনকে ঘিরে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। প্রস্তাবিত সিলেট জেলা জাতীয় পার্টির তৃণমূল সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জহির উদ্দিন পল্টু জানান, আমরা দলের স্বার্থে কর্মসূচি ঘোষণা করেছি। যে কোনো মূল্যে আমাদের কর্মসূচি পালন করব। সব উপজেলা, থানা ও পৌর সম্মেলন শেষ না করে জেলা সম্মেলন করা অবৈধ ও অগঠনতান্ত্রিক বলে দাবি করেন তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.