আমাদের কথা খুঁজে নিন

   

"অধঃপতন"

পাহাড় থেকে পতন হয়েছে সমতলে
এখন তোমার অধঃপতন পাতালে।
আমি দেখতে চাই তুমি কতটা নিচে নামতে পারো।
যতটা নিচে নামলে অন্ধকার হবে গাঢ়।
স্বার্থপরতার মাধ্যাকর্ষণ টানে বাড়ছে তোমার পতনের গতি।
শূন্যে ভেসে আছ ভেবে তোমার ঘোরের ভিমরতি।


ছিঁড়ে গেছে পতন রোধের তোমার বিবেক দড়ি।
বাধাহীন তোমার অধঃপতন;ঘুরছে অপেক্ষার ঘড়ি।

অথচ তুমি ছিলে হিমালয়ের মাথা উঁচু শীর্ষে।
প্রতিধ্বনির ঠেউ উঠতো তোমার গৌরবের হর্ষে।
স্বেচ্ছায় করেছ নিজের পতনের সূত্রপাত।


নিজেকে শূন্যে ছুড়ে দিয়ে মান্য করেছ খামখেয়ালি মতবাদ।

এক টিলার ঘাড়ে পরেছিল তোমার পতনের প্রথম ভর।
দফারফা তার;অস্তিত্ব তার মরমর।
আমি মৃত্তিকা;আমি সমতল বিছানা।
অতঃপর আমার উপর তোমার পতনের ষোলআনা।


ভেঙ্গে গেছে আমার পাঁজরের সব ক'টি হাড়।
বুকের মধ্যখানে গর্ত করে পতন চলছে আবার।

কারো সাধ্য নেই ঠেকাবে তোমার অধঃপতন।
পাতালের অন্ধকারে তোমার নিশ্চিত গমন।
তুমি নেমে এসেছ তোমার স্বেচ্ছাচারিতার টানে।


তোমার অধঃপতন তোমার স্বার্থপরতার শানে। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.