মানবতাই ধর্ম !
নিকষ আঁধার আর জমাট উত্তেজনা।
ক্রুদ্ধ আকাশ আর থমথমে পৃথিবী।
শূণ্য মন আর জয় করার ভাবনায়,
বেরিয়ে পরেছে যুবা,দেখছে ধরণী।
অবাক চোখ আর কোমল মন,
সবখানেতে আগ্রহী চাহনি,
ভীষন কলরব চারপাশে আর দুর্লভ শান্তি।
অবলোকন চারপাশে,নিষ্ঠুরতার ছাঁয়া।
সবখানেতে আগুন জ্বলে আর দুর্লভ মানবতা।
ধীরে ধীরে কোমল মন হয়ে ওঠে কঠিন,
যেখানে বেঁচে থাকাই হয়ে ওঠে সঙ্গিঁন।
রক্তচক্ষুর দানবেরা ছড়িয়ে চারপাশে,
ভাল লোকেরা পৃথিবীতে খুবই কম আসে।
ধরণীর অভিজ্ঞতা আর সবার শিক্ষায়
মানুষ পশু হয় মানুষের ছাঁয়ায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।