আমাদের কথা খুঁজে নিন

   

আদালতে ইউসুফ আলীর আত্মসমর্পণ

রেলওয়ে পূর্বাঞ্চলে ফুয়েল চেকার পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধা।

আজ সোমবার দুপুরে ১২টা ২৫ মিনিটে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমানের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। তবে এ বিষয়ে এখনও শুনানি শুরু হয়নি।

গতকাল রবিবার এ মামলায় আদালতে আত্মসমর্পনের পর দুই আসামি আবুল কাশেম ও আনিসুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১২ সালের ১৩ সেপ্টেম্বর সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের পিএসের গাড়ি থেকে বস্তাভর্তি টাকা উদ্ধারের ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধাসহ তিনজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় দুর্নীতির মামলাটি দায়ের করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক এসএম রাশেদুর রেজা। এর আগে একই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। আগামী ৪ মার্চ এ মামলায় সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারিত আছে।

মামলার এজাহারে আসামি হিসেবে আরও ছিলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান, আবুল কাশেম ও আনিসুল ইসলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.