আমাদের কথা খুঁজে নিন

   

দুই দালালসহ ৫৩ জন আটক

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় দুই দালালসহ ৫৩ জনকে আটক করেছে নৌবাহিনী। গত শনিবার সেন্টমার্টিনের অদূরে গভীর সমুদ্র থেকে ১২ জন মিয়ানমার ও ৪১ জন বাংলাদেশি নাগরিকসহ একটি ট্রলার আটক করে নৌবাহিনী। নৌবাহিনী জাহাজ 'তুরাগ' গভীর সমুদ্রে টহলরত অবস্থায় 'অন্তুজা' নামক মিয়ানমারের ওই ট্রলারটি আটক করে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মুহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, আটককৃতদের স্বীকারোক্তিতে জানা যায় তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। তাদের মধ্যে দুজন দালালসহ নারী সদস্যও রয়েছেন। দালালরা অর্থের বিনিময়ে মালয়েশিয়ায় কাজের সন্ধানে যাওয়া মিয়ানমার ও বাংলাদেশি নাগরিকদের সমুদ্রপথে পাচার করছিল। বোটসহ তাদের টেকনাফ থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.