টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জ, দিনাজপুর ও হবিগঞ্জে নিহত হয়েছেন তিনজন। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুর্ণিতে গতকাল সকালে ট্রাকচাপায় মোসাদ্দেক আলী (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। অন্যদিকে বেলা সাড়ে ১২টার দিকে তারুটিয়ায় বাসচাপায় নিহত হয় স্কুলছাত্রী দিপ্তী। সে তারুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা গতিরোধক নির্মাণের দাবিতে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে গতকাল সিমেন্টবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপার আনিস মোল্লা নিহত হয়েছেন। আনিসের বাড়ি সদর উপজেলার চরগোবরা গ্রামে। দিনাজপুর : পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে তেলভর্তি ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ আমিনুল ইসলাম মন্টু নিহত হয়েছেন। সড়কের হলদিবাড়ি নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ : সদর উপজেলায় গতকাল বাস ও ম্যাঙ্রি মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক নারী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।