রংপুরে অসচ্ছল খেতাবপ্রাপ্ত ৩০ জন মুক্তিযোদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়েছে জনতা ব্যাংক। গতকাল স্থানীয় একটি হোটেলে রংপুর ও রাজশাহী বিভাগের খেতাবপ্রাপ্ত ৩০ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে ৫৫ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এদের মধ্যে অতি দরিদ্ররা ৩ লাখ ৫০ হাজার, দরিদ্র ২ লাখ এবং নিম্ন মধ্যবিত্তরা ১ লাখ টাকার সহায়তা পান। ব্যাংকের রংপুর বিভাগের মহাব্যবস্থাপক সাঈদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আবু নাসের, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোসাদ্দেক-উল-আলম।
বক্তব্য দেন ব্যাংকের কোম্পানি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক আবদুল কাদির, বদিউজ্জামান টুনু বীরপ্রতীক, নূরুল আমিন রিজভী বীরপ্রতীক, লে. ক. (অব.) নজরুল হক বীরপ্রতীক, আবদুল হাই সরকার বীরপ্রতীক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।