আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ২৫

বাগেরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শ্রমিকনেতা নিহত ও ২৫ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গায় গরুবোঝাই ট্রলি উল্টে মৃত্যু হয়েছে দুই ব্যবসায়ীর। এ ছাড়া টাঙ্গাইল ও পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন করে।

বাগেরহাট : কচুয়া উপজেলার শিবপুর মোড়ে গতকাল দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শ্রমিকনেতা নিহত ও ২৫ যাত্রী আহত হয়েছেন। নিহত শ্রমিকনেতার নাম ইলিয়াস হোসেন শেখ। তিনি বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামের হাসেন ওরফে খোকা শেখের ছেলে। চুয়াডাঙ্গা : সদর উপজেলার ভুলটিয়া গ্রামে গরুবোঝাই ট্রলি উল্টে গতকাল দুপুরে চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন গরু ব্যবসায়ী নাজিম উদ্দিন ও ট্রলি চালক জিয়াউর রহমান। টাঙ্গাইল : বাসাইলে রাস্তার কাজ করতে গিয়ে টাঙ্গাইল এলজিইডির রোলার চালক গিরেন রোলারের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। উপজেলার চাপারাবিল নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। গিরেনের বাড়ি মির্জাপুর উপজেলার কড়াইল গ্রামে। পাবনা : সাঁথিয়ার পাথাইল হাট নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খলিলুর রহমান নামে এক যুবক নিহত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.