তৃতীয় দফায় শতাধিক উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি) আজ অথবা রবিবার। ভোটগ্রহণ হবে আগামী ১৫ মার্চ। বৃহস্পতিবার কমিশন বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করা হতে পারে। আর তা না হলে আগামী রবিবার এ নির্বাচনের তফসিল দেবে ইসি। এর আগে প্রথম ধাপের ৯৮টি উপজেলার মধ্যে ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলায় এবং ২৪ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফায় ঘোষিত ১১৭ উপজেলায় ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে। এ প্রসঙ্গে গতকাল নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, মধ্য মার্চকে টার্গেট করে বৃহস্পতিবার বা আগামী রবিবার তফসিল দেওয়া হবে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কমিশনের কাছে কোনো অভিযোগ আসেনি। শাহ নেওয়াজ বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে করার নির্দেশনা দেওয়া আছে। আইন ভঙ্গকারীদের শাস্তি দিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সূত্র জানায়, উপজেলা নির্বাচন নিয়ে জেলা প্রশাসক (ডিসি), জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা পুলিশ সুপার (এসপি) ও রিটার্নিং অফিসারদের সঙ্গে আজ বৃহস্পতিবারের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানায়, জামায়াতে ইসলামীর হরতাল কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক স্থগিত করে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি বৈঠকটি হতে পারে। ইসি কর্মকর্তারা জানায়, তৃতীয় ধাপে আগামী ১৫ মার্চ শতাধিক উপজেলায় ভোটগ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ধাপে বেশ কিছু উপকূলীয় এলাকা ও হাওরাঞ্চল যোগ করার কথা রয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৫ মার্চ ৭২ উপজেলাতে ভোটগ্রহণ হবে। এর পরে পঞ্চম ধাপে ৩১ মার্চ ৬৫ উপজেলায় এবং সর্বশেষ ষষ্ঠ ধাপে আগামী ৩ মে ৫৭ উপজেলাতে ভোটগ্রহণের সিদ্ধান্ত রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।