ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল দুই গোষ্ঠীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ সময় ১০টি ঘর, মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাট চালায় দাঙ্গাবাজরা।
জানা যায়, উপজেলার দেওবাড়িয়া গ্রামের বড়হাটি এলাকার মৎস্যচাষি হাবিব মিয়া পুকুরের মাছ বিক্রি করেন চুন্টা গ্রামের আমির হোসেন ও লিটনের কাছে। সোমবার রাতে আমির ওই পুকুরে মাছ ধরতে গেলে প্রতিবেশী মিস্টার আলী বাধা দেন। এতে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মিস্টার আলী মঙ্গলবার রাতে পুকুরের পাহারাদার অহিদ মিয়াকে মারধর করে ও হাবিবের বসতঘর ভাঙচুর করেন। এর জের ধরে গতকাল ইউপি সদস্য আলী আকবর ও মিস্টার আলীর নেতৃত্বে লাখাই হাটির লোকজন দেশীয় অস্ত্রসহ হাবিব মিয়ার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।