আমাদের কথা খুঁজে নিন

   

আদালতে 'গুলাব গ্যাং'

পরিচালক সৌমিক সেনের প্রথম ছবি 'গুলাব গ্যাং' ছবির গল্পটি বাস্তবের গুলাবি গ্যাংয়ের প্রধান সম্পত পালের জীবনী থেকে নেওয়া হয়েছে। কিন্তু ছবির পোস্টারে কিংবা প্রচারণায় এ বিষয়টির কোনও উল্লেখ নেই। আর এখানেই বেধেছে বিপত্তি। কাঠগড়ায় উঠতে চলেছে 'গুলাব গ্যাং'।

গতকাল মঙ্গলবার সকালে ছবির প্রর্দশন স্থগিত রাখার আবেদন জানিয়ে মুম্বাই হাইকোর্টে অভিযোগ দায়ের করেন সম্পত পাল ৷ তার অভিযোগ, ছবিটি তৈরি করার সময় পরিচালক সৌমিক সেন একেবারের জন্যও অনুমতি নেননি।

শুধু তাই নয়, ছবির পোস্টারে কোনও উল্লেখ নেই যে এই ছবি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

এদিকে, পরিচালক সৌমিক ও প্রযোজক অনুভব সিনহা জানিয়েছেন, বহুবার আমরা বলেছি গুলাব গ্যাং সম্পতের গুলাবি গ্যাং থেকে অনুপ্রাণিত নয়। এটা একেবারেই অন্য গল্প। এই অভিযোগের কোনও ভিত্তি নেই। আদালতের রায় বুঝেই আমরা উপযুক্ত পদক্ষেপ নেব।

'গুলাব গ্যাং' ছবিটি মুক্তি পাবে ৭ মার্চ। ছবিতে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, জুহি চাওলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.