এবার বিএনপির বিরুদ্ধে ভোট ডাকাতির পাল্টা অভিযোগ করলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু। গতকাল সকালে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন হওয়া যশোরের ৫টি উপজেলার মধ্যে ৩টিতে বিএনপি ও ২টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। যে দুটিতে বিএনপি পরাজিত হয়েছে, সেখানে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলছে। যা আদৌ সঠিক নয়। রাজু পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপি সমর্থিত প্রার্থী ও তাদের লোকজনই কেন্দ্র দখল ও ভোট ডাকাতি করে ৩টি উপজেলায় জয়ী হয়েছেন।
গত ৩ মার্চ যশোর জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়েছিল, জেলার শার্শা ও চৌগাছা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও তাদের লোকজন ভোটকেন্দ্র দখল করে ব্যাপক জাল ভোট প্রদান ও সন্ত্রাস সৃষ্টি করে ১৯ দল সমর্থিত ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদানের মাধ্যমে বিএনপি সমর্থিত প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়। নলছিটি উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীকে নোটিস : প্রতীক বরাদ্দের আগে গত ২৭ ফেব্রুয়ারি নলছিটি তালতলা বাজারে টিয়া পাখি প্রতীকের পোস্টার লাগিয়ে মোটরসাইকেল মহড়া দেওয়ার অভিযোগে নলছিটি উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সহিদুল হক সহিদকে কারণ দর্শানো নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। পত্র প্রাপ্তির ২ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে নোটিসে। গতকাল জেলা রিটার্নিং অফিসার এ কে এম সোহেল কর্তৃক ভাইস-চেয়ারম্যান প্রার্থী সহিদুল হক সহিদকে এই কারণ দর্শানো নোটিস দেন।
কলাপাড়ায় প্রার্থীদের গণসংযোগ : পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা মাঠ চসে বেড়াচ্ছেন।
শুক্রবার বিকালে উপজেলার মহিপুরে চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মুসা তাওহীদ নান্নু মুন্সী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস আক্তার গণসংযোগ করেছেন। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কলাপাড়ায় এখন বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
বেলকুচিতে বিএনপির সমঝোতা : উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেলকুচি উপজেলায় তিন প্রার্থীর মধ্যে বিএনপির দুই প্রার্থীর মধ্যে সমঝোতা হয়েছে। শুক্রবার বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের মধ্যস্থতায় তামাই আখেরি নিশান দরবার শরিফে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলীয়ভাবে মনোনীত চেয়ারম্যান প্রার্থী বেলকুচি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানকে ধানের শীষের তোড়া উপহার দিয়ে অপর প্রার্থী জেলা বিএনপির কোষাধ্যক্ষ এবাদুর রহমান রাজা তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
এ সময় স্থানীয় বিএনপি-ছাত্রদল-যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম জানান, দুই প্রার্থীর মধ্যে আপাতত সমঝোতা হয়েছে। পর্যায়ক্রমে অপর প্রার্থী হাজী জামাল উদ্দিন ভুইয়া এবং জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আলী আলমের সঙ্গে আলোচনা করে
সমঝোতা করা হবে।
তৃণমূলে ভোট প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের ভোট প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজ মো. ইয়াছিন। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৃণমূলের ভোট নেওয়ার পর প্রকাশ্যে ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি। এর আগে দলীয় মনোনয়ন না পাওয়ায় আওয়ামী লীগ নেতা তাজ মো. ইয়াছিনের সমর্থকরা প্রায় ১ ঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর মিলনায়তনে তৃণমূল নেতা-কর্মীদের ভোটে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দলীয় প্রার্থী নির্বাচিত হন।
[নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।