আমাদের কথা খুঁজে নিন

   

আসতে শুরু করেছে দলগুলো

ঘণ্টা বাজতে শুরু করেছে টি-২০ বিশ্বকাপের। আইসিসির সবচেয়ে বড় ইভেন্টটির জন্য শহর সাজাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন ও বিসিবি। বাজেট প্রায় ১১৮ কোটি টাকা। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে রাতের ঢাকা হয়ে উঠছে সৌন্দর্যের নগরী। আসর শুরু ১৬ মার্চ।

টুর্নামেন্টকে সামনে রেখে এরমধ্যেই আসতে শুরু করেছে পুরুষ ও মহিলা দলগুলো। পাকিস্তান ও ভারতীয় মহিলা দল এখন কঙ্বাজারে। কাল এসেছে জিম্বাবুয়ে পুরুষ দল। এশিয়া কাপের পর রয়ে গেছে আফগানিস্তান। এছাড়া আইসিসি অন্য সহযোগী দলগুলো আগামী দুই-এক দিনের মধ্যেই চলে আসবে ঢাকায়।

সুপার টেনে খেলার আট টেস্ট খেলুড়ে দেশগুলো আসবে ২১ মার্চ মূল পর্ব শুরু হওয়ার আগে। মূল পর্ব শুরু হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ম্যাচ দিয়ে। পুরুষ দলের খেলাগুলো হবে মিরপুর ও চট্টগ্রামে এবং মহিলাদের খেলাগুলো হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। পরশু ঢাকায় পা রেখেছে এবং কাল অনুশীলন করেছে জিম্বাবুয়ে।

এবারের টি-২০ বিশ্বকাপ আবার দুই ধারায় বিভক্ত।

প্রথম ধারায় অংশ নিবে বাংলাদেশ, জিম্বাবুয়েসহ আইসিসির ছয় সহযোগী দেশ। আট দল বাছাইপর্বে অংশ নিবে দুই গ্রুপে বিভক্ত হয়ে। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে আট টেস্ট খেলুড়ে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে। বাছাই পর্বে বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো আফগানিস্তান, নেপাল ও হংকং।

'বি' খেলবে জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড।

কাল যখন এশিয়া কাপের ফাইনাল খেলছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা, তখন বিসিবি-সাহারা একাডেমি মাঠে অনুশীলন করেছেন ব্রেন্ডন টেলররা। বাছাইপর্ব শুরু হবে ১৬ মার্চ। তার আগে বাংলাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই আগে এসেছে বলে জানান জিম্বাবুয়ের অধিনায়ক টেলর, 'আমরা এখানকার কন্ডিশনের মানিয়ে নিতেই আগেভাগে এসেছি। আমরা এর আগে শ্রীলঙ্কায় যে টি-২০ বিশ্বকাপ খেলেছিলাম, তাতে একটি ম্যাচও জিততে পারিনি।

কিন্তু এবারের প্রেক্ষাপট হবে একেবারে ভিন্ন। আমরা এসেছি পূর্ণ প্রস্তুতি নিয়ে। '

এশিয়া কাপ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সৃষ্টি হয়ে যাবে টি-২০ বিশ্বকাপের আবহ। আইসিসি শুরু করছে অফিসিয়াল প্রেস কনফারেন্স। আজ দুপুর ১২টায় টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল প্রেস কনফারেন্স শুরু হবে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে দিয়ে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।