যে জীবন ঘাসফড়িঙের, যে জীবন রঙিন প্রজাপতির, ঐ জীবন পেলে মন্দ হতো না।
প্রিয়তমেষু,
বুকের ভেতর কেমন যেন একটা গুমোট জমে আছে। এই সুন্দর বসন্তের বিকেলেও আমি টের পাচ্ছি অদ্ভুত এক অস্থিরতার। মনের আকাশের এক কোণে কালবোশেখির মেঘ জমেছে। যে কোনও সময় দমকা হাওয়া আমাকে ভাসিয়ে নিয়ে কোন সুদুর দ্বীপে নিয়ে ফেলবে বুঝতে পারছিনা।
ভেবেছিলাম এই বসন্তে ফুল ফোটাবো। কথার ফুল, স্বপ্নের ফুল, ইচ্ছের ফুল, ভালবাসার ফুল। কিন্তু কি এক অজানা কারণে আমার সব কিছুই কাঁটা হয়ে যাচ্ছে। আমার মনের ভেতরের উচ্ছল জলপ্রপাত নাই হয়ে গিয়ে সেখানে মুহূর্তেই এক অগ্নিগিরির অধিষ্ঠান হয়েছে। জানিনা যখন ওই অগ্নিগিরির ভেতরকার যতো দুঃখ-কষ্ট আর গ্লানির লাভা দমকে দমকে বেরিয়ে আসবে আমি তার ভার কি করে বইব।
পানির বদলে ওই লাভা দিয়ে কি করে আমি ফুল ফোটাবো তার উত্তর আমার জানা নেই।
আমি আসলে জানিনা অনেক কিছুই। এই না জানাটা যে একদিন আমাকে এই দুঃসহ ভাবনার চুড়ায় এনে দাঁড় করিয়ে দেবে তা ভাবিনি কখনোই। অনিশ্চয়তার এই পাহাড়চুড়ায় দাঁড়িয়ে আমি নতুন করে আর কিছুই জানতে চাই না। নতুন করে কিছু ভাবতেও চাই না।
তুমি কোনও একদিন আমার ছিলে এই সান্ত্বনা নিয়েই এখান থেকে ঝাঁপিয়ে পড়তে চাই। পাখির মতো দুদিকে দুহাত মেলে আমি ঝাঁপ দেবো। জাগতিক মাধ্যাকর্ষণ আমাকে বুকে টেনে নেবে। তোমার বুকে না হয় আমার ঠাঁই হল না, ওই গিরিখাদের বুকে তো ঠাঁই পাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।