আমাদের কথা খুঁজে নিন

   

সল্প পুজিতে শুরু করুন VOIP ব্যবসা ।



প্রথমেই বলে নিই VOIP ব্যবসা কাকে বলে । আমাদের আপনজনেরা যখন কেও বাইরে থাকে আর আমাদের কল করে মোবাইল এ তখন লক্ষ্য করে দেখবেন নম্বর গুলো একটু অন্য রকম হয় । যেমন ১২৩৪৫৬ অথবা *১# অথবা দেশের কোনো মোবাইল অপারেটর এর নম্বর যেমন গ্রামীন অথবা অন্য কোনো অপারেটর এর । এ ধরনের ক্ষেত্রে কল টি আসে সাধারণত VOIP হয়ে । এখন আমরা আলোচনা করি VOIP মূলত কাকে বলে ।



যখন বাইরের দেশ থেকে কেও কল করে VOIP করে তখন কল টি আমাদের দেশে আসে ইন্টারনেট এর ডাটা হিসেবে । এরপর এটি একটি গেটওয়ে এর মাধমে দেশের কোনো মোবাইল অপারেটর ব্যবহার করে । তাহলে এখন জানতে হবে যখন কেউ ভিপ ব্যবসা করবেন তার কি কি দরকার পরবে ।


সবার আগে জানতে হবে আমি কোন মার্কেট এ ব্যবসা করব । আমার বিক্রি করার ক্ষমতা কতটুকু ।

VOIP ব্যবসাতে সাধারণ তো ৩ ধরনের ব্যবসার পয়েন্ট আসে ।
১. গেট ওয়ে ব্যবসা । এরা বাংলাদেশে কোনো লিগাল ভিপ প্রোভাইডার এর কাসে থেকে কল কিনে । এরপঁর Resseller দের কাসে বিক্রি করে । অনেকে ইললিগাল ভাবে জীএসএম গেট ওয়ে ব্যবহার করে কল প্রদান করে ।

এদের কে সাধারণ অবৈধ VOIP ব্যবসা বলে ।
২. Resseller ব্যবসা । এরা গেট ওয়ে ব্যবসা ই দের কাস থেকে কল কিনে নেই । তারপর ক্লায়েন্ট দের কাসে বিক্রি করে ।
৩. ক্লায়েন্ট ব্যবসা ।

এরা এন্ড লেভেল থাকে । এদের কাসে VOIP সফটওয়্যার থাকে কল করার জন্য । কারো কল করার দরকার পড়লে এরা তাদের সফটওয়্যার ব্যবহার করে কল করতে দেই ।

পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আপনি কোন ধরনের ব্যবসা করতে পারবেন আর কত টুকু পুজি লাগবে ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.