আমাদের কথা খুঁজে নিন

   

ইরান সফরে ইইউ পররাষ্ট্রপ্রধান

ইরানের পরমাণু কর্মসূচি খতিয়ে দেখতে বর্তমানে দেশটি সফরে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টোন। সেখানে শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। সফরকালে তিনি প্রেসিডেন্ট হাসান রুহানি, স্পিকার আলী লারিজানি এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে তারা বৈঠক করবেন। গত বছর ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থি হিসেবে পরিচিত হাসান রুহানি বিজয়ী হলে পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। একাধিকবার ছয় জাতি আলোচনাও হয়। এতে করে পরমাণু ইস্যুতে আলোচনা করতে ক্যাথরিন অ্যাস্টোনের তেহরান সফরের পথ সুগম হয়। তা ছাড়া গত বছরের নভেম্বরে বিশ্বের পঞ্চম শক্তি ও জার্মানির সঙ্গে ইরানের এক চুক্তি সইয়ে সহযোগিতা করেন ক্যাথরিন অ্যাস্টোন। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অনুরোধ জানাতে বন্ধুপ্রতিম দেশ হিসেবে ইরান এগিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন অ্যাস্টোন।

এদিকে অ্যাস্টোনের এই সফর পরমাণু আলোচনার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এমন কথা বলেছেন দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সংসদীয় কমিটির সদস্য আহমাদ সোহানি। আল-জাজিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.