আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে ফের সক্রিয় হিযবুত

চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে সিলেটে সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের জঙ্গিরা। আজকে অনুষ্ঠেয় ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশের ঘোষণা সম্বলিত প্রচারপত্র বিলি করছেন তারা। নগরজুড়ে পোস্টারিংও করা হয়েছে। এতে ঢাকার সমাবেশে যোগ দিতে আহ্বান ছাড়াও হাসিনা-খালেদামুক্ত বাংলাদেশ গড়তে হিযবুত তাহরীরের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার জন্য সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়। হিযবুতের কার্যক্রম ঠেকাতে ইতোমধ্যে জামিনে বের হওয়া জঙ্গিদের নজরদারিতে রাখা হয়েছে বলে সিলেট মহানগর পুলিশ সূত্র জানিয়েছে। নগরীর হাউজিং এস্টেট, চৌকিদেখি, আম্বরখানা, দর্শণদেউড়ি, বন্দরবাজার, শিবগঞ্জ ও উপশহরের দেওয়ালে হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে ২৭ ডিসেম্বর বেলা ২টায় ঢাকার মুক্তাঙ্গনে হিযবুত তাহরীরের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি হাসিনা-খালেদামুক্ত রাষ্ট্র গঠনে 'দেশপ্রেমিক' জনতাকে হিযবুত তাহরীরের পতাকাতলে সমবেত হওয়ার ডাক দেওয়া হয়েছে। এদিকে, গত ২০ ডিসেম্বর সিলেট নগরীর বন্দরবাজার জামে মসজিদের সামনে হিযবুত জঙ্গিরা দলীয় প্রচারপত্র বিলি করে। এ সময় তারা এক পুলিশ কর্মকর্তার উপরে হামলার চেষ্টা চালায়। পরে অতিরিক্ত পুলিশ আসার আগেই পালিয়ে যায় তারা। এছাড়া গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর শাহী ঈদগাহ এলাকায় লিফলেট বিতরণকালে হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত যুবকের নাম খালেদুর রহমান তানভীর (১৯)। সে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য গ্রামের আবদুর রউফের ছেলে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.