আবারও পয়েন্ট হারাল শেখ রাসেল ক্রীড়াচক্র। পেশাদার ফুটবল লিগে গতকাল তারা ১-১ গোলে ড্র করেছে টিম বিজেএমসির সঙ্গে। এর ফলে ৭ ম্যাচেই চ্যাম্পিয়নরা ১০ পয়েন্ট নষ্ট করে বসল। এই অবস্থায় শেখ রাসেলের পক্ষে শিরোপা ধরে রাখাটা অসম্ভবই বলা যায়। বেশ ক'জন প্রতিষ্ঠিত খেলোয়াড় চলে যাওয়াতে শেখ রাসেলের খেলার কোনো নৈপুণ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারাকে যেভাবে বিধ্বস্ত করেছিল তাতে মনে হয়েছিল লিগে বিপ্লবরা নিজেদের সুনাম তুলে ধরতে পারবে। না একের পর এক পয়েন্ট নষ্ট করেই চলেছে। ব্রাদার্স ও মুক্তিযোদ্ধার কাছে হার সে সঙ্গে দুটো ড্র। এই অবস্থায় লিগ যতই লম্বা হোক না কেন শেখ রাসেল কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেটাই প্রশ্ন। টিম বিজেএমসি যেভাবে খেলেছিল তাদেরই পুরো পয়েন্ট পাওয়া উচিত ছিল। প্রথমার্ধে কেউ কারোর জালে বল পাঠাতে পারেনি। দ্বিতীয়ার্ধে শেখ রাসেলের দুর্গে প্রচণ্ড চাপ দেয় বিজেএমসি। ৪৯ মিনিটে নাইজেরিয়ান ফুটবলার স্যামসন্স গোল করে বিজেএমসিকে এগিয়ে রাখেন। এরপর দুটো সুযোগ আসে কিন্তু কাজে লাগতে পারেননি দলের স্ট্রাইকাররা। ৭১ মিনিটে অবশ্য স্বস্তি নেমে আসে রাসেলের শিবিরে। রিফাজের কাছ থেকে বল পেয়ে গোল শোধ করেন বদলি খেলোয়াড় রবিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।