আমাদের কথা খুঁজে নিন

   

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বাংলা দ্বিতীয়পত্র

সঠিক উত্তরটিতে টিক (্র) চিহ্ন দাও।                  ১. সাধু রীতিতে কোন শব্দ বেশি ব্যবহƒত হয়?    ক. দেশি শব্দ             খ. বিদেশি শব্দ    গ. তৎসম শব্দ             ঘ. তদ্ভব শব্দ২. যুক্তব্যঞ্জনে (তৎসম শব্দে) ট-বর্গীয় বর্ণের পূববর্তী প্রযুক্ত স্থলে কোণ বর্ণ বসে?    ক. ন     খ. ণ          গ. স          ঘ. শ৩.    অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে, তাকে কী বলা হয়?    ক. ভুক্তি শব্দ     খ. শীর্ষ শব্দ      গ. আভিধানিক অর্থ  ঘ. মিশ্র শব্দ৪.    কেবল পুরুষবাচক শব্দে ব্যবহার হয়-    ক. দাই   খ. বিপতœীক  গ. এয়ো   ঘ.সধবা৫.     ভাষার প্রাণ কোনটি?    ক. ধ্বনি  খ. বর্ণ      গ. অক্ষর   ঘ. অর্থপূর্ণ ধ্বনি৬.     পুনঃ+ মিলন=?    ক. পুনমিলন    খ. পুনঃমিলন    গ. পুনর্মিলন    ঘ. পূনমিলন৭.    কোন বাক্যের অন্তর্গত বাক্যগুলো প্রায় স্বতন্ত্র?    ক. সরল বাক্য    খ. জটিল বাক্য    গ. মিশ্র বাক্য    ঘ. যৌগিক বাক্য৮.     বাক্যে সম্বোধনের পর কী বসে?    ক. কমা       খ. সেমিকোলন       গ. দাঁড়ি       ঘ. বিস্ময়সূচক৯.     পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?    ক. প্রায় আড়াই হাজার           খ. প্রায় তিন হাজার    গ. প্রায় সাড়ে তিন হাজার           ঘ. প্রায় চার হাজার১০.    প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা-এটি বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে?    ক. প্রথম ভাগের প্রথম অনুচ্ছেদ    খ. প্রথম ভাগের দ্বিতীয় অনুচ্ছেদ    গ. প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদ        ঘ. প্রথম ভাগের চতুর্থ অনুচ্ছেদ১১.    আঞ্চলিক ভাষার অপর নাম কী?    ক. কথ্যভাষা    খ. উপভাষা       গ. সাধু ভাষা     ঘ. চলিত ভাষা  ১২.     মৌলিক স্বরধ্বনি কয়টি?    ক. ৩টি    খ. ৫টি    গ. ৭টি     ঘ. ৯টি১৩.    কোন দুটি পদের বচনভেদ হয়?    ক.  বিশেষ্য ও বিশেষণ      খ. বিশেষ্য ও সর্বনাম    গ. সর্বনাম ও অব্যয়          ঘ. অব্যয় ও ক্রিয়া  ১৪.     ঋ- বর্ণের উচ্চারণ কোথায়?    ক. কণ্ঠ   খ. তালু    গ. ওষ্ঠ    ঘ. মূর্ধা১৫.    ‘বাগ্মী’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?    ক. বাগ্গি  খ. বাগ্মি গ. বাগ্নি  ঘ. বাগ্ঘি১৬.    সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়?    ক. দুই ধরনের    খ. তিন ধরনের    গ. চার ধরনের    ঘ. পাঁচ  ধরনের১৭.    ‘মাছের মায়ের পুত্র শোক’ বাগধারাটির অর্থ কী?    ক. মিথ্যা শোক    খ. একমাত্র সন্তান    গ. মন্দভাগ্য    ঘ. দলপতি১৮.    বাংলা ভাষার প্রধান রূপ দুটি কী কী?    ক. সাধু ও চলিত    খ. মৌখিক ও লৈখিক    গ. লেখ্য ও আঞ্চলিক      ঘ. আঞ্চলিক ও সার্বজনীন১৯.    আমটি কাঁচা হলেও বেশ মিষ্টি- এ বাক্যটিতে ‘কাঁচা’ কোন অর্থে ব্যবহার হয়েছে?    ক. অসিদ্ধ   খ. অপূর্ণ        গ. অপক্ব    ঘ. অশুষ্ক২০. ‘নদী’ শব্দের যথার্থ প্রতিশব্দ কোনটি?    ক. সমুদ্র  খ. তটিনী গ. দিঘি    ঘ. জলাশয়২১.    কিসের ভেদে ভাষার রূপভেদ দেখা যায়?    ক. দেশ ও কাল    খ. দেশ ও সমাজ    গ. কাল ও পরিবেশ    ঘ. দেশ, কাল ও সমাজ২২. ‘নিরীহ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?    ক. কঠিন  খ. অঘটন গ. গরম    ঘ. দুর্দান্ত২৩. ব্যঞ্জনবর্ণের ‘ফলা’ চিহ্ন কয়টি?    ক. ৫টি   খ. ৬টি    গ. ৭টি      ঘ. ৮টি২৪.     ই-কারের পর ঈ-কার মিলে যে ঈ-কার হয়, তার উদাহরণ কোনটি?    ক. দিল্লীশ্বর    খ. রবীন্দ্র      গ. পরীক্ষা     ঘ. অতীত২৫.     ‘বোন পো’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?    ক. বোনের মেয়ে    খ. বোনের নাতনি    গ. বোনের বান্ধবী    ঘ. বোন ঝি২৬.     প্রযোজক ধাতুর অপর নাম কী?    ক. নাম ধাতু    খ. সংযোগমূলক ধাতু    গ. ণিজন্ত ধাতু     ঘ. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু২৭. ‘দুই আর দুইয়ে চার হয়’- এটি কোন কালের উদাহরণ?    ক. নিত্যবৃত্ত বর্তমান    খ. পুরাঘটিত বর্তমান    গ. নিত্যবৃত্ত অতীত    ঘ. পুরাঘটিত  অতীত২৮.    ‘যা-তা’ শব্দটি কোন সর্বনামের উদাহরণ?    ক. সাকল্যবাচক    খ. সাপেক্ষ    গ. নির্দেশক    ঘ. আত্মবাচক২৯.     শব্দের শেষে ‘ইকা’ প্রত্যয় যোগ করে গঠিত নয় কোন শব্দটি?    ক. আধুনিকা খ. লেখিকা    গ. অধ্যাপিকা ঘ. সেবিকা৩০. পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ থাকলে কী হয়?    ক. তি      খ. তী     গ. ত্রী      ঘ. ন্তী 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.