দেশে বর্তমানে ১ হাজার ১৮৭টি পত্রিকার মধ্যে প্রচার সংখ্যার শীর্ষে রয়েছে 'বাংলাদেশ প্রতিদিন'। জাতীয় সংসদে গতকাল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য জানিয়ে বলেন, সরকারের মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার মধ্যে বাংলাদেশ প্রতিদিনের প্রচার সংখ্যা ৫ লাখ ৫৩ হাজার ১৫০। সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও স্বপন ভট্টাচার্য্যের দুটি প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও জানান, প্রচার সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে 'প্রথম আলো'। এর প্রচার সংখ্যা ৫ লাখ ২০। প্রচার সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৬০০ নিয়ে তৃতীয় স্থানে আছে 'কালের কণ্ঠ'। মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৭৫টি অনলাইন নিউজ পেপার ও নিউজ এজেন্সি রয়েছে। ৩টি সরকারি টেলিভিশন ছাড়াও বেসরকারি ৪৪টি স্যাটেলাইট টিভি চ্যানেল ও ১৪টি কমিউনিটি রেডিও রয়েছে। প্রশ্নোত্তরে হাসানুল হক ইনু জানান, বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১৩৬টি। মামলার কারণে চারটি পত্রিকার মিডিয়া বাতিল করা হয়েছে। বর্তমানে অনলাইন গণমাধ্যমের কোনো নীতিমালা নেই। তবে অনলাইন গণমাধ্যমের জন্য 'অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা' নামে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।