আমাদের কথা খুঁজে নিন

   

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ৪৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের ৪৮ জন প্রার্থী। নির্বাচন কমিশন (ইসি) গতকাল তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে। আজ-কালের মধ্যে নির্বাচিতদের গেজেট প্রকাশ করবে কমিশন। আগামী ২৩ মার্চ তাদের শপথ হতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কোনো প্রার্থী সেদিন প্রার্থিতা প্রত্যাহার না করায় গতকাল তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে কমিশন। জানা গেছে, ২২ মার্চ স্পিকার দেশে ফেরার কথা রয়েছে। এর পরই হবে শপথ অনুষ্ঠান। আর ইসিও শপথের জন্য দিন হাতে রেখেই প্রকাশ করবে গেজেট।

নির্বাচন কমিশন জানিয়েছে, আইন অনুযায়ী প্রত্যাহারের শেষ দিন কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে পরের কার্যদিবসে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে একটি তালিকা প্রকাশ করে ইসি। তালিকা প্রকাশের পর সংরক্ষিত আসনের বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয়। এর আগে ৯ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বিটিসিএলের ১১ হাজার ৩৩৫ টাকা বিল বকেয়ার কারণে আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও ২ লাখ ২৩ হাজার টাকা বকেয়া বিলের কারণে জাতীয় পার্টির খোরশেদ আরার মনোনয়নপত্র বাতিল হয়। তবে দুজন বকেয়া পরিশোধ করেও পার পাননি। এ ছাড়া তারা পরবর্তী সময়ে ১১ মার্চ আপিল করলে তাও খারিজ হয়ে যায়। ফলে দুটি আসনের জন্য ইসিকে আবারও পুনঃতফসিল করতে হবে। ৪৮ জনের গেজেট প্রকাশের ২১ দিনের মধ্যে পুনঃতফসিল দিয়ে ওই দুই প্রার্থী নির্বাচন করতে হবে কমিশনকে। তফসিল অনুযায়ী গতকালই বিকাল ৫টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়েছে। এরপর বৈধ প্রার্থীদের তালিকা তৈরি করেছে ইসি। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এবার সংরক্ষিত ৫০ আসনে আওয়ামী লীগ ৩৯, জাতীয় পার্টি ৬, জাসদ ১, ওয়ার্কার্স ১, স্বতন্ত্র ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৪৮ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। বাতিল করা হয় দুজনের মনোনয়নপত্র। ফলে আওয়ামী লীগের ৩৮ জন ও জাপার পাঁচজন নির্বাচিত হন।

বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- গতবারের মহিলা সংসদ সদস্যদের মধ্য থেকে তারানা হালিম, ফজিলাতুন নেসা বাপ্পী, ফজিলাতুন নেসা ইন্দিরা, আমিনা আহমেদ ও পিনু খান। গতবার সরাসরি ভোটে বিজয়ী সানজিদা খানম ও নীলুফার জাফরউল্লাহ এবার মহিলা আসনের এমপি হয়েছেন। এ ছাড়া নতুন যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন_ সেলিনা জাহান লিটা, সফুরা বেগম রুমী, হোসনে আরা লুৎফা ডালিয়া, উম্মে কুলসুম স্মৃতি, বেগম আখতার জাহান, সেলিনা বেগম স্বপ্না, সেলিনা আখতার বানু, লায়লা আরজুমান বানু, শিরিন নাঈম পুনম, কামরুল লায়লা জলি, হ্যাপী বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, লুৎফুন্নেছা, মমতাজ বেগম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রানী, দিলারা বেগম, ফাতেমা তুজ্জহুরা, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, হোসনে আরা বাবলী, কামরুন নাহার চৌধুরী লাভলী, রোখসানা ইয়াসমিন ছুটি, নাভানা আক্তার, আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার বেগম, ওয়াসিফা আয়শা খান, জাহানারা বেগম সুরমা ও ফিরোজা বেগম চিনু।

এ ছাড়া জাসদ থেকে কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের ও ওয়ার্কার্স পার্টির হাজেরা খাতুন নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির নুর-ই হাসনা লিলি চৌধুরী, মাহজাবীন মোরশেদ এবারও নির্বাচিত হয়েছেন। বাকি তিনজন হচ্ছেন মেরিনা রহমান, শাহানারা বেগম ও রওশন আরা মান্নান। স্বতন্ত্রের তিন এমপি হচ্ছেন- কাজী রোজি, অ্যাডভোকেট নূর জাহান বেগম (মুক্তা) ও অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.