মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু পরবর্তী নির্বাচন নয়, আগামী পাঁচ বা ১০টি নির্বাচন যাতে সহিংসতা ছাড়া’ হয় সেজন্য প্রধান রাজনৈতিক দলগুলোর একটি সমাধানে আসা উচিত।
“এতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং রাজনৈতিক দলগুলো তা মেনে নিয়ে সংসদে অংশগ্রহণ করবে। ”
কানাডা, মিশর, ফ্রান্স, মরক্কো, কাতার, সুইজারল্যান্ড ও ভিয়েতনামের কূটনীতিকদের এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ফরাসি ভাষাভাষীদের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘ফ্রাঙ্কোফোনি উইক’ শুরুর দুই দিন আগে এই সংবাদ সম্মেলনে আসেন সাত দেশের কূটনীতিকরা। আগামী ২০ মার্চ আন্তর্জাতিক সংস্থা ফ্রাঙ্কোফোনির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সাংস্কৃতিক উৎসব হবে।
বিএনপির বর্জনের মধ্য দিয়ে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গত বছর রাজনৈতিক সহিংসতা দেখা দিলে বিদেশি কূটনীতিকরা অচলাবস্থা কাটাতে সোচ্চার হন। তখন থেকেই রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে কানাডা।
সংসদ নির্বাচনের পরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে যতো দ্রুত সম্ভব সবার অংশগ্রহণে ‘সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান জানিয়েছে তারা।
মঙ্গলবারও সংলাপের তাগাদা দেন দেশটির দূত ক্রুডেন। নির্বাচন পরবর্তী জনমত জরিপে ৭০ শতাংশ মানুষে আরেকটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে মত দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে নির্বাচন ঘিরে সহিংসতার জন্য তা বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের জন্য ‘মঙ্গলজনক’ না হওয়ায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপর জোর দেন এ পশ্চিমা কূটনীতিক।
তিনি বলেন, সহিংসতায় অনেক মানুষ প্রাণ হারান। এমনকি ধর্মীয় সংখ্যালঘুরাও আক্রান্ত হন।
সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান পুনর্ব্যক্ত করে সংলাপের আহ্বান জানান ফরাসি রাষ্ট্রদূত মিশেল ত্রাঁকিয়ে।
তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ যাতে নির্বিঘ্নে নির্বাচন আয়োজন করতে পারে সেজন্য সরকার ও বিরোধী জোটকে একটি সমাধান খুঁজে বের করতে হবে।
মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজাত, মরক্কোর মিশন উপপ্রধান সাইদ কাশমি, কাতারের কূটনীতিক আব্দুল্লাহ খলিফা এ এ আল-ফাদালা। , সুইজারল্যান্ডের মিশনের উপপ্রধান ক্যারোলিনা ত্রয়েলার এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত নোয়েন কোয়ান থোক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।