জামিন আবেদন নামঞ্জুর করে মেহেরপুর-২ আসনের ১৯ দলীয় জোটের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেনসহ বিএনপি'র ১৭ নেতাকর্মীকে পুনরায় জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
আজ বুধবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান এ আদেশ দেন।
জেলহাজতে পাঠানো অন্য নেতাকর্মীরা হলেন- বিএনপি নেতা আসাদুজ্জামান, নাজমুল, আবদুল হান্নান, কামরুল ইসলাম, আজিজুল ইসলাম, আমিনুল ইসলাম, লাল্টু, রোমান আহমেদ, মেঘলা, উসমান, দানিয়েল, করিম, খোকন, বুলবুল, রকি ও আবদুস সাত্তার।
গাংনী থানা পুলিশের দায়ের করা মামলায় আজ কারাগার থেকে নিম্ন আদালতে জামিনের আবেদন জানায় সাবেক এমপিসহ ১৭ বিএনপি নেতাকর্মী। আদালত দীর্ঘ শুনানি শেষে জামিন আবেদন না নামঞ্জুর করে পুনরায় সব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার শুনানিতে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, কামরুল হাসান, মিজানুর রহমানসহ ১০ সদস্যর একটি আইনজীবী প্যানেল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর মেহেদী হাসান শুনানিতে অংশ নেন।
উল্লেখ্য, আমাজাদ হোসেনসহ উক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গত বছরের ১২ ডিসেম্বর ১৪৭/১৪৮/১৪৯/১৫২/৪৪৭/৪৩৫/৪৫৪/৪২৭/১১৪/পিসি তত্সহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১০ এবং জিআর নং-৭৮৪। উক্ত মামলায় চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন আসামিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।