আমাদের কথা খুঁজে নিন

   

আমাদেরকে সত্য কথা বল

নিখোঁজ হয়ে যাওয়ার পর ৪ দিন অতিবাহিত হলেও মালয়েশিয়ান ফ্লাইট এমএইচ ৩৭০ বোয়িং ৭৭৭ বিমানটির কোনো সন্ধান না দিতে পারায় হতাশ যাত্রীদের আত্মীয়স্বজনরা। স্বজন হারানোর কষ্ট এবং এখন পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে প্রকৃত কোনো তথ্য না পাওয়ায় তাদের হতাশা চরমে  পৌঁছেছে।
 
এ থেকেই মালয়েশিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তা ও কর্মচারীদের লক্ষ্য করে বেইজিংয়ে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিমানটির নিখোঁজ চীনা যাত্রীদের স্বজনরা তাদের কষ্টের বহিঃপ্রকাশ হিসেবে এমন ঘটনা ঘটিয়েছেন। তারা কর্মকর্তাদের উদ্দেশে স্লোগান দিয়ে বলেছেন ‘আমাদেরকে সত্য কথা বল।’
 
এ ঘটনার পর এয়ারলাইন্সের কর্মকর্তারা বিমানটির খোঁজে অনুসন্ধান কাজ সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। তারা বলেন, বিমানটির খোঁজে বর্তমানে ২৭,০০০ বর্গ নটিক্যাল মাইল এলাকা জুড়ে  অভিযান চালানো হচ্ছে।
 
মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী বলেন, মালাক্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগরের দুটি এলাকায় অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। এ কাজে মোট ৪৯টি জাহাজ ও ৩৯টি বিমান অংশ নিচ্ছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.