আমাদের কথা খুঁজে নিন

   

মার্ক জুকারবার্গ (mark zuckerberg) সিক্রেট মিথ


মার্ক জুকারবার্গকে () নিয়ে কিছু তথ্য!
১/ ফেসবুকের প্রকৃত রং নীল এর কারন হল মার্ক জুকারবার্গ বর্ণান্ধ। মার্ক জুকারবার্গ যে রঙটা সবচেয়ে ভালো দেখে সেটা হল নীল।
২/ মার্ক জুকারবার্গ এর একটা কুকুর আছে, যার নাম বিস্ট। এবং এই কুকুরের নামে একটা পেজ আছে।
৩/ মার্ক জুকারবার্গ বন্ধুদের কাছে জুক নামে পরিচিত এবং তার মা তাকে প্রিন্সলী ডাকেন।


৪/ মার্ক জুকারবার্গ চাইনিজ ভাষা শিখেছিলো ২০১০ সালে যাতে সে তার শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলতে পারে।
৫/ মার্ক জুকারবার্গকে নিয়ে “দি সোশিয়াল বুক” নামে একটা মুভি হয়েছিলো। মার্ক বলেছিলো যে অই মুভির সাথে তার রিয়েল জীবনের এক মাত্র যে জিনিসটা মিলে তা হল মুভির নায়কের ড্রেস( টি-শার্ট )।
৬/ মার্ক জুকারবার্গ এর সাথে তার গার্লফ্রেন্ড প্রিসিলা চ্যান এর প্রথম দেখা হয়েছিলো হার্ভার্ড ইউনিভার্সিটির একটা টয়লেটের লাইনে, ২০০৩ সালে।
৭/ মার্ক জুকারবার্গ, বিয়ের সময় প্রিসিলার হাতের আংটির ডিজাইন করেছিলো।


৮/ মার্ক জুকারবার্গ এর বিয়েতে যেসব লোকজন এসেছিলো তারা জানতো না যে তারা বিয়েতে এসেছে যতক্ষনপর্যন্ত না বলা হয়েছে। সবাই ভেবেছিলো প্রিসিলার গ্রাজুয়েশান পার্টি এটা।
৯/ গুগল এর গুগল প্লাসে মার্ক জুকারবার্গ এর সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে, যা অন্য কারো নেই।
১০/ মার্ক জুকারবার্গ এর টুইটার একাউন্টের ইউজার নেম হচ্ছে finkd.
১১/ ইয়াহু ফেসবুক কিনতে চেয়েছিলো ১ বিলিয়ন ডলারে। মার্ক জুকারবার্গ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলো।


১১/ মার্ক জুকারবার্গ গ্রিন ডে, টেয়লর সুইফট, শাকিরার শুনতে পছন্দ করেন।
১২/ কোন ফেসবুক ইউজার মার্ক জুকারবার্গ এর ফেসবুক প্রোফাইল ব্লক করতেপারবেনা
১৩/ মার্ক জুকারবার্গ পারতপক্ষে স্যুট ( ফর্মাল ড্রেস ) পরেননা।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।