রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ ও অবৈধ লেগুনা বন্ধের দাবিতে ফুটপাতের দোকানপাটে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের টিম পাঠানো হয়েছে।
বুধাবার সেন্ট গেগরি মিশনারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সাকিব হাসানের বাবা জামাল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করে স্কুলটির শিক্ষার্থীদের অভিভাবকরা। এসময় বিক্ষুব্ধ অভিভাবকরা লক্ষ্মীবাজারে ফুটপাথে থাকা অবৈধ দোকানগুলোতে আগুন ধরিয়ে দেয়।
এলাকাবাসীর দাবি, ফুটপাথে থাকা এ দোকানগুলোর জন্যই বাধ্য হয়ে পথচারীদের রাস্তা দিয়ে হাঁটতে হয়।
অভিভাবক অমল সেন বলেন, ফুটপাথে থাকা অবৈধ দোকান উচ্ছেদ, স্কুলের সামনে দিয়ে চলা অবৈধ লেগুনা বন্ধ ও হত্যাকারীর বিচারের দাবিতে আগামী মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।