শিক্ষা আনে চেতনা , চেতনা ঘটায় বিপ্লব আর বিপ্লব দেয় মুক্তি।
নেরুদার শেষ কাব্যগ্রন্থ প্রশ্নপুস্তক আগাগোড়া ছিলো প্রশ্নপুস্তক দিয়ে মোড়া।
পুরা গ্রন্থটি একটি প্রশ্নের সিরিজ। প্রশ্নপুস্তকের প্রস্নগুলর কোন জবাব নাই আবার জবাব পাবার জন্য প্রশ্নগুলো করা হয়েছে। মৃত্যু পরবর্তী নেরুদা সিরিজের এটা শেষ বই।
১
কেন কুঞ্জবন নিজেকে উদোম করে
কেবল তুষারের অপেক্ষায়?
এবং আমরা কিভাবে জানব কলকাতার
দেবতাদের মধ্যে কোন জন ঈশ্বর?
কেন সকল রেশমপোকা
লোমবহুল জীবন যাপন করে?
এটা এত কঠিন কেন, এই চেরীর
অন্তরের মিষ্টতা?
এ জন্য কি যে, সে মারা যায়
কিংবা এইজন্য কি যে, সে ঠিকে থাকে?
২
অবশেষে, মৃত্যু কি হবে না
এক অন্তহীন রান্নাঘর?
খণ্ড খণ্ড হয়ে পড়া তোমার হাড়গুলো কি করবে,
আবার কি খুঁজবে তোমার গড়নটাকে?
তোমার বিলয় কি মিশে যাবে
অন্য কোনো কণ্ঠস্বরে এবং অন্যতর আলোয়?
তোমার কীটগুলো কি
কুকুর এবং প্রজাপতির অংশ হবে?
৩
নারী এবং মূত্রের গন্ধময় শহরগুলোকে
কেন আমি ঘৃণা করি?
শহর কি কাঁপতে থাকা জাজিমের
এক বিশাল সমুদ্র নয়?
বাতাসের ওশেনিয়ায় কি
দ্বীপ আর পামগাছ নাই?
কেন আমি নিঃসীম সাগরের
উদাসীনতায় ফিরে গেলাম?
সংগ্রহীত (চলবে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।