শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার সাস্ট ২২তম প্রযোজনা “ভাগের মানুষ” এর দ্বিতীয় প্রদর্শনী আজ কেন্দ্রীয় মিলনায়তনে সফল ভাবে প্রদর্শন করেছে।
নাটকটির পুন:নির্দেশনা দিয়েছেন মোঃ মোরসালিন পলাশ।
মান্নান হীরা রচিত ও এ কে এম আতিকুর রহমান নির্দেশিত নাটকটিতে ১৯৪৭ সালের দেশ বিভাগের কয়েক বছর পরের ঘটনা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা তখনো কমেনি। হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা জ্বলজ্বল করছে মানুষের বুকে।
এমন একটি পরিস্থিতিতে মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। দেশ ভাগ মানেই তো মানুষ ভাগ, মানচিত্র ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময় খেলা। যেমন: মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনিময়ে পাগল। ”
প্রসঙ্গত, স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে গ্রুপ থিয়েটার ভিত্তিক নাট্যচর্চা শুরু হয় সেই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে শাবির কিছু উচ্ছ্বল প্রাণবন্ত তরুণের একটি রঙ্গীন স্বপ্নের স্বার্থক বাস্তবায়ন “থিয়েটার সাস্ট”।
সেই থেকে অদ্যাবধি সংগঠনটি গ্রুপ থিয়েটারের আদর্শে গতিশীল।
থিয়েটার সাস্ট ২৬টি নাটকের ৯৬টি সফল প্রদর্শনী করা সহ ৫টি নাট্যোৎসব সফলভাবে সম্পন্ন করেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।