আমাদের কথা খুঁজে নিন

   

বিলুপ্তির হুমকিতে বিশ্বের তিন ভাগের এক ভাগেরও বেশি জীব প্রজাতি



বিশ্বের তিন ভাগের এক ভাগের বেশি প্রজাতি বিলুপ্তির হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক জীববৈচিত্র্যবিষয়ক এক গবেষণায় সম্প্রতি বিজ্ঞানীরা এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাঁরা বলছেন, তাঁদের হাতে যে বৈজ্ঞানিক প্রমাণপত্র এসেছে তাতে দেখা যাচ্ছে, নানা প্রজাতির বিলুপ্তির বিষয়টি দিন দিন চরম আকার ধারণ করছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন নেচার (আইইউসিএন) বিলুপ্তির হুমকির মুখে রয়েছে এমন ৪৭ হাজার ৬৭৭টি প্রজাতির একটি তালিকা করেছে। এর মধ্যে আবার ১৭ হাজার ২৯১টি প্রজাতি চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

এর মধ্যে ২১ শতাংশ স্তন্যপায়ী প্রাণী, ৩০ শতাংশ উভচর, ৭০ শতাংশ উদ্ভিদ এবং ৩৫ অন্যান্য প্রজাতির। জীববৈচিত্র্য সংরক্ষণের আন্দোলনের কর্মীরা সতর্ক করে দিয়েছেন, প্রাণী ও উদ্ভিদকুলের আবাসন ধ্বংসের মতো জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নানা ধরনের হুমকি মোকাবিলায় পর্যাপ্ত কাজ করা হচ্ছে না। সর্বশেষ বিশ্লেষণে দেখা গেছে, ২০১০ সালের মধ্যে জীববৈচিত্র্য রক্ষায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়ন হবে না। আইইউসিএনের জীববৈচিত্র্য সংরক্ষণ গ্রুপের পরিচালক জেন ম্মার্ট বলেন, প্রাণী ও উদ্ভিদকুলকে বাঁচাতে বিভিন্ন দেশের সরকারকে এখনই গুরুত্বের সঙ্গে কাজ শুরু করতে হবে। আগামী বছর তাদের এজেন্ডায় এ বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

বিলুপ্তির হুমকির মুখে রয়েছে আইইউসিএনের এমন প্রজাতির তালিকা তৈরিতে সারা বিশ্বে হাজার হাজার বিজ্ঞানী কাজ করেছেন। সংগঠনটির সর্বশেষ তথ্যে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উভচর প্রাণী। ছয় হাজার ২৮৫ উভচর প্রজাতির মধ্যে এক হাজার ৮৯৫টি ঝুঁকির মধ্যে রয়েছে। যারা আরো বিস্তারিত জানতে চান তারা লিংকটির মাধ্যমে আইইউসিএন এর ওয়েবে যেতে পারেন http://www.iucnredlist.org/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.