নিখঁোজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০ বোয়িং ৭৭৭-২০০ বিমানটি ভারত মহাসাগরের তলদেশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিমানটির ট্রান্সপন্ডার [সংকেত গ্রহণ ও প্রদানকারী বৈদু্যতিক স্বয়ংক্রিয় যন্ত্র] থেকে সর্বশেষ সংকেত পাঠানোর ৪-৫ ঘণ্টা পরও বিমানটির সার্ভিস ডেটা সিস্টেম থেকে উপগ্রহে বেশ কয়েকটি `পিংস' [হঠাত্ হঠাত্ উচ্চ আওয়াজ] পাঠানো হয়েছিল।
এ থেকে মনে করা হচ্ছে বিমানটি সর্বশেষ সংকেত পাঠানোর পর আরো কয়েক ঘণ্টা আকাশে উড়ে থাকতে পারে। এর ফলে হয়ত এটি ভারত মহাসাগরে পর্যন্ত যেয়ে সেখানে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। মালয়েশিয়ান কর্মকর্তারা এমনটিই মনে করছেন বলে যুক্তরাষ্ট্রের একজন উর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন।
নতুন এ তথ্যের পর বিমানটি আদেৌ কোথায় আছে এ নিয়ে আরো প্রশ্ন দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারত মহাসাগরে তন্ন তন্ন করে অনুসন্ধান চালানো হবে বলে মার্কিন এ কর্মকর্তা জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করা মালয়েশিয়ান তথ্যের উদ্ধৃতি দিয়ে মার্কিন এ কর্মকর্তা বলেন, বিমানটি এখন ভারত মহাসাগরে থাকার বেশ সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, নতুন এ তথ্য প্রাপ্তিতে উদ্ধার অভিযানে অংশরত ইউএসএস কিডকে [মার্কিন নেীবাহিনীর ডেস্ট্রয়ার] ভারত মহাসাগরে পাঠানোর ব্যাপারে সদ্ধিান্ত নেওয়া হয়েছে। যাতে করে সেখানে অনুসন্ধান শুরু করা যায়।
মার্কিন এ নেৌযানটি মালয়েশিয়া সরকারের অনুরোধে ভারত মহাসাগরের পথে রওনা হয়েছে বলে তিনি সিএনএনকে জানান।
তিনি আরো বলেন, ভারত মহাসাগরের দিকে যাওয়াটা সহজ হবে না। সেখানে যাওয়াটা অনেকটা দাবাবোর্ড থেকে ফুটবল মাঠে যাওয়ার মতো।
ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম। বর্তমানে অনুসন্ধানকারীরা যেসব এলাকায় অভিযান চালাচ্ছেন মহাসাগরটির বেশিরভাগ জায়গা সেগুলো থেকে আরো বেশি গভীর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।