তুমি আমি আমরা ......
আরেকজনের পিছে গু দেখে হাসি দিয়েন না , আগে নিজের গু সাফ করেন , বেসম্ভব গন্ধ ছুটছে !
এ আর রহমান , একন টাকা পাইছে , এই দেশে উড়াল দিয়া আইছে গান গাইয়া বস্তা ভইরা টাকা নিয়া আবার উড়াল দিয়া গেছে গা । টাকা পাইলে তারা সাহারা মরুভুমিতেও ড্যান্স দিবে , এইটা ইস্যু না । কথা হইল তাদের নিয়া আসচ্ছে কে ? নিয়া আসচ্ছি এই আমরা । আমরা কেন নিয়া আসচ্ছি ? কারণ আমাদের অন্তরে ' বন্দে মাতারাম ' আর বাইরে - ' *ুদির ভাই ভাদা '
আমারে কি বলবেন , সন্ধ্যার পর কয়টা বাসায় বাংলাদেশী চ্যানেল চলে ? কয়টা পাবলিক জানে এখন আমাদের হল গুলোতে কোন কোন বাংলাদেশী মুভি চলছে ? বাংলাদেশী শিল্পীদের অ্যালবাম আমরা কয়জন গ্যাঁটের টাকা খরচ করে কিনি ? খোদ বাংলাদেশী আর্টিস্টদেরকেই যদি জিজ্ঞাস করা হয় -- আপনার প্রিয় অভিনেতা/ অভিনেত্রী কে ? জবাব কি হবে ?
উত্তর গুলো আমাদের সবার জানা । কিন্তু মুখ ফুটে না বলাই ভালো ।
এতে জাতি হিসেবে আমাদের দীনতাই প্রকট ভাবে ধরা দিবে । তবে আড়ালে একটা কইয়া যাই -- রনভির কাপুর কিউট , শাকিব খান খ্যাত । ( তা আপনে নিজে কি ? )
বিসিবি আঠারো কোটি টাকা খরচ করে ভারতীয় শিল্পী নিয়ে আসচ্ছে কারণ তারা জানে আমাদের পাবলিক এইটাই খাবে । যুগের ডিম্যান্ড এখন ' জয় হো '
তারা প্রজন্মের ডিম্যান্ড পূরণ করছে । ঢাকার বাতাসে জয় হো ঢুকাইয়া দিছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সচেতন পাবলিক সেটা খাইছে ।
তারা ভরপুর খানা খাইছে । তা না হলে ৭৫ হাজার টিকেট সব সেল হয়ে যায় না ।
একটা বিষয় লক্ষ্য করছেন কিনা জানি না -- একনের কোন গানে পাবলিক বেশি মৌজ মাস্তি করছে , কেউ বলতে পারেন ? জী , ঠিক ধরেছেন -- " ওয়ানা বি মা চাম্মাক চালো , ও ও ও " ( ও ও টু বি কন্টিনিউ )
একন কালু সেনেগাল থেকেইক্কা এসে ফট করে বুঝে নিয়েছে বাঙ্গালীদের খাওয়াইতে হইব ইন্ডিয়ান মাল , এরা এতেই বেশি ফুর্তি পায় । তাই চমক হিসেবে একন শেষ ধামাকা রাখছে - ওয়ানা বি মা চাম্মাক চালো ' এবং মজার বিষয় একন সফল । ঐ গানে পুরো স্টেডিয়াম যেন ফেটে পড়েছে উল্লাসে ! আর আইয়ুব বাচ্চুর মতো লিজেন্ডদের গানে নেই একটা হাততালি !
( হায় রে একটা ভিনদেশী পর্যন্ত বুঝে ফেলে বাংলাদেশীদের কাছে জমে --
Jônôgônômônô-ôdhinayôkô jôyô he Bharôtôbhagyôbidhata
Pônjabô Sindhu Gujôraṭô Môraṭha Drabiṛo Utkôlô Bônggô
Bindhyô Himachôlô Jômuna Gôngga Uchhôlôjôlôdhitôrônggô
Tôbô shubhô name jage, Tôbô shubhô ashishô mage,
Gahe tôbô jôyôgatha.
Jônôgônômônggôlôdayôkô, jôyô he Bharôtôbhagyôbidhata
Jôyô he, jôyô he, jôyô he, jôyô jôyô jôyô jôyô he
ইন্ডিয়ান ন্যাশনাল আন্থাম )
নীচে যে ছবিটা দেখছেন -- সেটা ঢাকার প্রাণকেন্দ্র বসুন্ধরা শপিং মলের নীচ তলার একটি দোকানের ছবি ।
এই দোকানে অ্যান্টি , আপুদের উপচে পড়া ভিড় । কারণ -- একটাই দোকানের নাম এবং লোগো । star plus !
তিস্তার পানি মমতা দি শুষে নিক , সুন্দরবনে দাদারা পেদে দিক , বাংলাদেশের অহংকারের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ভারতীয় চলচ্চিত্র হাসি তামাশা করুক -- তাতে কোন সমস্যা নেই , আমাদের কেবল সন্ধ্যার পর জী বাংলা , স্টার জলসা , star plus দেখতে দিলেই আমরা খুশি !!
ভাইয়া এবং আপুরা -- আগে নিজে নিজেকে বদলে নিন । নিজেকে নিজে পরিস্কার করলে আর অন্যের গু দেখে হাসতে হবে না । যখন সবাই নিজেকে নিজে পরিষ্কার করে ফেলে -- তখন আর কারও পিছনে নোংরা থাকে না ।
থাকতে পারে না ।
বাদা ( বাংলাদেশী দালাল ) এ ছেয়ে যাক বাংলাদেশ , এই কামনা । বিশ্বাস জাগুক ভিতরে -- i am bangladeshi , i am proud to be a bangladeshi !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।