আমাদের কথা খুঁজে নিন

   

আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা, ডিআরইউ ও ক্

রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক দম্পতি তৌহিদ শান্ত ও সাজেদা সুইটিকে মারধরের ঘটনায় দুই আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কার্যালয় এলাকায় তাদের মারধর করা হয়। অভিযুক্ত আনসার সদস্যরা হলো শুক্কুর আলী ও রমজান মিয়া। এ ঘটনায় গতকাল সকালে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন বাংলানিউজের সাংবাদিক সাজেদা সুইটি ও তার স্বামী এশিয়ান টিভির সাংবাদিক তৌহিদ শান্ত।

সাজেদা সুইটি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পিকেএসএফ কার্যালয়ের আনসার ক্যাম্পের সামনে মোবাইল ফোনে অফিসে নিউজ দিচ্ছিলেন তিনি। এমন সময় শুক্কুর ও রমজান নামে দুই আনসার সদস্য ছুটে এসে সুইটিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পাশেই থাকা স্বামী শান্ত ছুটে গিয়ে স্ত্রীকে ধরে তোলেন এবং আনসার সদস্যদের এই আচরণের প্রতিবাদ করেন। এতেই চড়াও হন দুই আনসার সদস্য। রাইফেল উঁচিয়ে তাদের দুজনকেই নিয়ে যান ক্যাম্পের মধ্যে। সেখানে মারধর শুরু করেন। একপর্যায়ে আনসার সদস্যদের একজন ফোন করে জানায়, সেখানে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছে এবং দুজনকে আটক করা হয়েছে। এ সময় স্থানীয় জনতা তাদের উদ্ধার করতে ছুটে আসলে আনসার সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়ে। পরবর্তীতে স্থানীয় জনতা গেট ভেঙে তাদের উদ্ধার করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, মারধরের ঘটনার পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। থানায় দায়ের করা মামলা তদন্ত করা হচ্ছে। যেহেতু আনসার একটি সরকারি সংস্থা তাই থানার তদন্তের পাশাপাশি ওই সংস্থার ঊধর্্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি লিখিত জানানো হবে। তদন্তে অভিযোগের প্রমাণ পেলে তাদের গ্রেফতার করবে পুলিশ।

এদিকে এ ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক আবু সালেহ আকন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষী আনসার সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.