আমাদের কথা খুঁজে নিন

   

যে আমি তোমায় মৃত্যু দিয়ে হৃদস্পন্দন পেলাম

মন নামের ডাকবাক্সে বদ্ধতালা ঝুলিয়ে, একা পথে হেঁটে চলা মরুভূমির খোঁজে

তোমাকে অনন্ত সমুদ্রে ভাসিয়ে দিতে হাত বাড়িয়েছি আজ।
স্বত্তাটুকু দামে এক পাতাল ঘড়ের কিছু জমি কিনেছি-
অতন্দ্রিলা,
তোমাকে হাজার বছরের নিদ্রা বেচে দেব বলে।

আলোচ্য অনুভূতিরা চেনা মমতায় মৃত্যুকে আলিঙ্গন করবে
দেখতে চাও?
আমার অন্ধকারের রক্ত জড়ান চোখে এক পলক চেয়ে থাকো।
নির্লিপ্ততার অমানবিক বিষে তুমি ঘুম হারাবে আজ।
আবার।



জমিয়ে রেখেছি বালিশের তলে ক্ষোভ। খুব যত্নে-
ভেনাস,
তোমাকে অমানুষ হবার প্রাচীনতম প্রশিক্ষন দেব বলে।
প্রেম , আবেগ নামের যত অপঃপ্রচার
সবায় পথ ভুলে প্রাচীনে যাবে। সেই প্রস্তর যুগ অথবা
পৃথিবীর জন্ম শতাব্দি পেরিয়ে।

আমি কালো দুপুরে ফ্যাকাশে রোদে পুড়ি।

তুমি সোনালী রং চেনো,
অ্যফ্রোদিতি?
চোখের নীচে জমে থাকা অন্ধকার ভেঙ্গে যে তোমার কাছে পৌঁছে যাবে।
তাকে আগলে রেখো, গল্প বলো আমার-
যে আমি তোমায় মৃত্যু দিয়ে হৃদস্পন্দন পেলাম।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।