দীর্ঘদিন ধরে চলাচলের অনুপোযোগী থাকা বরিশাল নগরীর আমানতগঞ্জ পানির পাম্প থেকে মহাবাজ শফি মিয়ার গেরেজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল সকাল পৌনে ১০টায় আশপাশের কয়েক হাজার লোকজন অংশ নেন। পরে স্থানীয় এক ব্যক্তির মৃত্যুর সংবাদে তিন দিনের আলটিমেটাম দিয়ে বেলা ১১টায় কর্মসূচি স্থগিত করেন তারা। ভুক্তভোগী জনগণের দাবি, এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোকের চলাচল। গত বছরের ১৫ জুন সিটি নির্বাচনের আগে সংস্কারের নামে রাস্তাটি খুঁড়ে রাখা হয়েছে। এ কারণে চলাচলে সমস্যার পাশাপাশি সড়ক সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসিন্দারা ধুলোবালিতে আক্রান্ত। এ বিষয়ে বারবার তাগাদা দিয়েও কোনো সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছেন তারা। এদিকে বরিশালের বানারীপাড়ায় এসিড ছুড়ে এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগে ৩ ভাসুরের বিরুদ্ধে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। গতকাল বেলা ৩টায় বানারীপাড়া উপজেলার ওমরের পাড় এলাকার বাসিন্দা বজলুর রহমানের স্ত্রী সাবিনা আক্তার বাদী হয়ে ট্রাইব্যুনালে এ মামলা করেন। ২০০২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হওয়ার পর এসিড অপরাধ দমন আইনে এই ট্রাইব্যুনালে এটি প্রথম মামলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।