রাজারহাটে আলু চাষিদের সঙ্গে হাইটেক এগ্রো সিডের প্রতারণার বিষয়টি গত সোমবার বাংলাদেশ প্রতিদিনে প্রকাশের পর উপজেলা কৃষি কর্মকর্তা ও হাইটেক এগ্রো সিড কর্তৃপক্ষ তদন্তে আদর্শ বাজারের ডিলার গোলজারের প্রতারণার সত্যতা পেয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শ্রী সৃষ্টি চরণ জানান, পত্রিকায় রিপোর্ট দেখে তারা তদন্তে নেমেছেন। যেসব জমিতে হাইটেকের বীজ রোপণ করেছে সে সব জমিতে প্রায়ই ক্ষতি লক্ষ্য করা গেছে। প্রাথমিকভাবে ১০ একর জমিতে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে। তবে কৃষকদের দাবি প্রায় ৫০ একর জমির আলু ক্ষেত নষ্ট হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।