আমাদের কথা খুঁজে নিন

   

বার্সা রিয়ালের অভিযান শুরু

লিওনেল মেসি ইনজুরির কারণে আর্জেন্টিনা-ইতালি ম্যাচ খেলতে পারেননি। তবে ইনজুরি কাটিয়ে বার্সেলোনার প্রথম ম্যাচে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন তিনি। মেসির সঙ্গে প্রস্তুত নেইমারও। আজ মৌসুমের প্রথম ম্যাচে ন্যু ক্যাম্পে বার্সেলোনা লেভেন্তের মুখোমুখি হচ্ছে পূর্ণ শক্তি নিয়েই। লা লিগায় যাত্রা করছে রিয়াল মাদ্রিদও। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ তাদের প্রতিপক্ষ বেটিস। শুরু হচ্ছে দুই স্প্যানিশ জায়ান্টের শিরোপার লড়াই।

দুই ক্লাবেই অনেক কিছু নতুন। কোচ নতুন। অনেক তারকাও নতুন করে এসেছে। তবে পুরনো দুই প্রতিপক্ষের মধ্যে লড়াইয়ের ইমেজটা একই রয়ে গেছে। কার্লো আনসেলত্তি কোচের দায়িত্ব নিয়েছেন রিয়াল মাদ্রিদে। অন্যদিকে আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো দায়িত্ব নিয়েছেন বার্সেলোনার। দুই ক্লাবের জন্য সম্পূর্ণ নতুন এই দুই কোচের ফুটবলীয় দর্শন কি, তা এখনো বুঝা যায়নি। তবে জাভি হার্নান্দেজের মতে, গার্ডিওলার পর আরও একবার বার্সেলোনায় ছন্দ ফিরিয়ে এনেছেন জেরার্ডো মার্টিনো। অন্যদিকে কার্লো আনসেলত্তি জুভেন্টাস, এসি মিলান, চেলসি এবং প্যারিস সেইন্ট জার্মেইনের মতো ক্লাবে কোচের দায়িত্ব পালন করে সফল হয়ে এসেছেন। রিয়াল মাদ্রিদেও তিনি সফলই হতে চান। মৌসুম শুরু করার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'এই দলটা চমৎকার ভারসাম্যপূর্ণ এক দল। এখানে অনেক অভিজ্ঞ ফুটবলার রয়েছে। তরুণরাও আছে।' এই ভারসাম্যপূর্ণ দল নিয়ে কার্লো আনসেলত্তি কি রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দিতে পারবেন? অন্যদিকে মেসি-নেইমার জুটি ইউরোপীয়ান ক্লাবগুলোর জন্য নতুন হুমকি হয়ে দেখা দিয়েছে। এই জুটির কাছ থেকে অনেক কিছুই প্রত্যাশা করে ভক্তরা। দেখা যাক, ভক্তদের আশা পূরণ করতে পারে কিনা মেসি-নেইমাররা!

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.