সিরিয়া যুদ্ধের ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর লেবাননে শরণার্থী হিসেবে নিবন্ধন করা সিরীয়দের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। গতকাল জাতিসংঘ শরণার্থী সংস্থা এ কথা জানায়। ইউএনএইচসিআর জানায়, লেবাননে এখন সিরিয়ার শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দেশটির মোট নিবাসী জনসংখ্যার এক-চতুর্থাংশের সমান। এসব শরণার্থীর থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে দেশের সম্পদ দ্রুত ফুরিয়ে যেতে থাকায় এবং আশ্রয়দাতারা এ পরিস্থিতি সামাল দিতে না পারায় লেবাননকে অনেক চাপের মুখে পড়তে হচ্ছে। ইউএনএইচসিআর আরও জানায়, বিশ্বে শরণার্থীদের তুলনায় লেবাননে এই সংখ্যা সবচেয়ে বেশি। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।