আমাদের কথা খুঁজে নিন

   

আখেরি চাহার শোম্বা ১ জানুয়ারি

বাংলাদেশের আকাশে গতকাল সন্ধ্যায় হিজরি সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বৃহস্পতিবার থেকে সফর মাস গণনা শুরু হবে। সে মোতাবেক আগামী ২৮ সফর, ১ জানুয়ারি বুধবার সারা দেশে পবিত্র আখেরি চাহার শোম্বা পালন করা হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, ১৩ দিন অসুস্থ থাকার পর এদিন প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সুস্থবোধ করেন এবং গোসল করে নামাজ আদায় করেন। তাই ধর্মপ্রাণ মুসলমানরা সফর মাসের শেষ বুধবার আখেরি চাহার শোম্বা হিসেবে উদযাপন করে থাকে। কারণ এর পর পবিত্র রবিউল আউয়াল মাসেই নবী করিম (সা.) ওফাত গমন করেন। এজন্য ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এদিন গোসল করে নামাজ আদায় করা উত্তম বিবেচনা করা হয়। ইবাদত-বন্দেগি ও দান-খয়রাতের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন খানকা ও দরগায় এ উপলক্ষে মিলাদ ও সওয়াব রেসানির মাহফিল অনুষ্ঠিত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.