ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত থাইল্যান্ডের জাতীয় নির্বাচন বাতিল বলে রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। সরকারবিরোধীদের বাধার মুখে যথাযথভাবে নির্বাচন হতে না পারায় সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে।
গতকাল দেওয়া এ রায়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়_ ২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সারা দেশে একযোগে হতে না পারায় সংবিধান লঙ্ঘিত হয়েছে। আদালতের এ রায়ের ফলে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারের পদত্যাগ দাবিতে কয়েক মাসের আন্দোলন চলার পর নতুন সরকার গঠনের ক্ষণ আরও পিছিয়ে গেল। ওই নির্বাচনের সময় দেশটির দক্ষিণাঞ্চলের ২৮ জেলার প্রার্থীরা সরকারবিরোধীদের বাধার মুখে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এতে ওইসব জেলায় নির্বাচন না হওয়ায় সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে রুলে জানিয়েছেন আদালত। আদালতের বিবৃতিতে আরও বলা হয়_ ২ ফেব্রুয়ারির নির্বাচন রাজ্যজুড়ে একযোগে অনুষ্ঠিত হয়নি। এরপর আবার কবে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়টি পরিষ্কার নয়। বিবিসি, আলজাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।