আমাদের কথা খুঁজে নিন

   

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বাংলা প্রথমপত্র

তৈলচিত্রের ভূত

১০. নগেন তার মামাকে কীভাবে ঠকিয়েছিল?

উত্তর : নগেন তার মামাকে ভালোবাসার ভান করে ঠকিয়েছিল।

১১. নগেন তার মৃত মামাকে কীভাবে ভক্তিশ্রদ্ধা করতে চেয়েছিল?

উত্তর : নগেন তার মৃত মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে ভক্তিশ্রদ্ধা করতে চেয়েছিল।

১২. কী সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথাব্যথা ছিল না।

উত্তর : লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথাব্যথা ছিল না।

১৩. লাইব্রেরিতে কয়টি বড় বড় তৈলচিত্র ছিল?

উত্তর : লাইব্রেরিতে তিনটি বড় বড় তৈলচিত্র ছিল।

১৪. তৈলচিত্রের ছবি তিনটি ছিল কার কার?

উত্তর : তৈলচিত্রের ছবি তিনটির একটি ছিল নগেনের দাদামশায়ের, একটি দিদিমার ও একটি মামার।

১৫. অন্ধকারে নগেন তার মামার তৈলচিত্রের সামনে গিয়ে কী বলল?

উত্তর : অন্ধকারে নগেন তার মামার তৈলচিত্রের সামনে গিয়ে অস্ফুট স্বরে বলল- 'মামা, আমায় ক্ষমা কর। '

১৬. নগেন তার মামার ছবি ছুঁতেই তার কী হলো?

উত্তর : নগেন তার মামার ছবি ছুঁতেই তাকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল।

১৭. কস্মিনকালেও নগেন কী হয়নি?

উত্তর : কস্মিনকালেও নগেন ফিট হয়নি।

১৮. নগেনের মামার কখন ধাক্কা দেওয়ার ক্ষমতা নেই?

উত্তর : নগেনের মামার দিনের বেলায় ধাক্কা দেওয়ার ক্ষমতা নেই।

১৯. নগেনের মামা দেয়ালে কীভাবে দাঁড়িয়ে আছেন?

উত্তর : নগেনের মামার মটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে দিয়ে দেয়ালে দাঁড়িয়ে আছেন।

২০. নগেনের মামা তাকে দ্বিতীয় রাত্রে ধাক্কা দিলে নগেনের অবস্থা কী হলো?

উত্তর : নগেনের মামা তাকে দ্বিতীয় রাত্রে ধাক্কা দিলে নগেন আচ্ছন্নের মতো হলে গেল।

২১. নগেনের মামা তাকে কখন ধাক্কা দেয়?

উত্তর : অন্ধকারে ছবি স্পর্শ করলে নগেনের মামা তাকে ধাক্কা দেয়।

২২. তৈলচিত্রের তেজ কখন বাড়ে?

উত্তর : তৈলচিত্রের তেজ রাতে বাড়ে।

২৩ কেন পরাশর ডাক্তারের বুক ধড়াস করে লাফিয়ে উঠল?

উত্তর : তৈলচিত্রের উপর দুটি জ্বলন্ত চোখ পরাশর ডাক্তারের দিকে জ্বলজ্বল চোখে তাকিয়ে থাকার কারণে পরাশর ডাক্তারের বুক ধড়াস করে লাফিয়ে উঠল।

২৪. তীব্র চাপা গলায় পরাশর ডাক্তার নগেনকে কী বলল?

উত্তর : তীব্র চাপা গলায় পরাশর ডাক্তার নগেনকে বলল- 'তুমি একটি আস্ত গর্দভ, নগেন। '

২৫. নগেনের মামার ছবির রুপার ফ্রেমটা কার ছবিতে ছিল?

উত্তর : নগেনের মামার ছবি রুপার ফ্রেমটা তার দাদামশায়ের ছবিতে ছিল।

২৬. নগেনের মামার ছবি দিনের বেলা স্পর্শ করলে কিছু হয় না কেন?

উত্তর : নগেনের মামার ছবি দিনের বেলা স্পর্শ করলে কিছু না হওয়ার কারণ হলো দিনের বেলা সব সুইচ বন্ধ থাকে।

২৭. বিদ্যুৎ সুযোগ পেলে কী করতে দ্বিধা করে না?

উত্তর : বিদ্যুৎ সুযোগ পেলে মানুষের শরীর দিয়ে যাতায়াত করতে দ্বিধা করে না।

২৮. নগেনের কপাল ভালো কেন?

উত্তর : নগেনের কপাল ভালো হওয়ার কারণ হলো তাকে তড়িতাহত হয়ে মরতে হয়নি।

[চলবে]

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.