আমাদের কথা খুঁজে নিন

   

রিভিউঃ Oppo Find 7

Oppo বেইজিং-এ প্রকাশ করল তাদের নতুন স্মার্টফোন Find 7 এবং তাদের কথানুসারে অ্যান্ড্রয়েড 4.৩ অপারেটিং সিস্টেম বিশিষ্ট এই স্মার্টফোনটি সত্যিই ৫০ মেগাপিক্সেল সাইজের ছবি ধারণ করতে সক্ষম। তবে এখানেও একটা কথা আছে, Oppo Find 7 স্মার্টফোনের ক্যামেরাটিতে মূলত ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল বিশিষ্ট Sony IMX214 CMOS সেন্সর। বোঝাই যাচ্ছে, ৫০ মেগাপিক্সেল ছবি তোলার বিষয়টি মূলত একটি সফটওয়্যার ট্রিক। তবুও, এই স্মার্টফোনটি দিয়ে তোলা ছবিগুলো হয়েছে সত্যিই চমৎকার। চলুন দেখে নেয়া যাক, Oppo Find 7 স্মার্টফোনটিতে আর কি কি সুবিধা রয়েছে।

Oppo Find 7-এ রয়েছে তাদের সর্বাধুনিক ইমেইজ সিগন্যাল প্রোসেসর Pure Image 2.0 এবং মূলত এর মাধ্যমেই স্মার্টফোনটি ৫০ মেগাপিক্সেল পরিমাণের ‘Super zoom’ বিশিষ্ট ছবি তুলতে সক্ষম হয়। স্মার্টফোনটির ক্যামেরাটি প্রথমে দ্রুত ১০টি ছবি তুলে থাকে এবং পরবর্তীতে এই ১০টি ছবি থেকে চারটি বেস্ট ছবি সিলেক্ট করে একটি ৫০ মেগাপিক্সেল এর ছবি তৈরী করে। এই স্মার্টফোনটির তোলা ছবিতে ডিটেইলস এর পরিমাণ অনেক বেশি এবং এই স্মার্টফোনটিতে তোলা ছবির মান Xperia Z1’s এর ২০ মেগাপিক্সেল ক্যামেরার ছবির মানকে সহজেই হারিয়ে দিতে পারে। এই ক্যামেরার সুপার জুম ফিচারটি একটি সফটওয়্যার নির্ভর ফিচার হলেও এর জন্য 1/3.06 ইঞ্চি IMX214 সেন্সরকের বাহবা দিতে কেননা এই সেন্সরটি প্রতি সেকেন্ডে ৪৮০ মেগাপিক্সেল ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে যা কিনা Oppo Find 5-এর ১৩ মেগাপিক্সেল CMOS চিপ এর তুলনায় ৩৩ শতাংশ দ্রুতগামী। এছাড়াও, ক্যামেরাটির f/2.0 মানের অ্যাপেচারও ছবির কোয়ালিটিতে ভালো সাহায্য করে থাকে।

Oppo Find 5 স্মার্টফোনটির নোটেবল ক্যামেরা সেকেন্ডে ৩০ ফ্রেমের 4K মানের ভিডিও ধারণ করতে সক্ষম এবং স্লো মোশন ভিডিওর ক্ষেত্রে ক্যামেরাটি সেকেন্ডে ১০০ ফেমের সুবিধা পর্যন্ত দিয়ে থাকে। স্মার্টফোনটির ক্যামেরাটি ৩২ সেকেন্ড পর্যন্ত লং এক্সপোজারের সুবিধা দিয়ে থাকে এবং এটি RAW মোডে ছবি তুলতেও সক্ষম। এছাড়াও স্মার্টফোনটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল (f/2.0) ক্যামেরা।

৫.৫ ইঞ্চি পর্দা বিশিষ্ট Oppo Find 7 বাজারে দুটি ভার্শনে পাওয়া যাবে। $499 মূল্যের Oppo Find 7-এ পাওয়া যাবে ২.৩ গিগাহার্জ বিশিষ্ট স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ২৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী এবং ১০৮০ পিক্সেলের ডিসপ্লে।

$599 মূল্যের Oppo Find 7 প্রিমিয়াম ভার্শনে থাকছে কিছুটা দ্রুতগামী ২.৫ গিগাহার্জ গতি বিশিষ্ট স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর, ৩ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারী এবং একটি কোয়াড এইচডি (২,৫৬০ x ১,৪৪০ পিক্সেল) বিশিষ্ট ডিসপ্লে।

এছাড়াও, Oppo Find 7 স্মার্টফোনটিতে রয়েছে আলাদা ধরণের ব্যাক কভার। Oppo তাদের Find 7 স্মার্টফোনটির জন্য ব্যাক কভার হিসেবে ব্যবহার করেছে কার্বন ফাইবার টেক্সটচার। স্মার্টফোনটিতে থাকছে গরিলা গ্লাস ৩, মাইক্রো সিম স্লট এবং স্মার্টফোনটি ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে।

Oppo Find 7 স্মার্টফোনটির সাউন্ড ইউনিটে ব্যবহার করা হয়েছে পুরষ্কার প্রাপ্ত MaxxAudio Plus Dirac HD অডিও ইনহেচমেন্ট।

এছাড়াও, ব্যবহার করা হয়েছে ‘VOOC’ র‍্যাপিড চার্জিং সুবিধা যা ০ থেকে ৭৫ শতাংশ চার্জ পূরন করতে সাহায্য করবে মাত্র আধ ঘন্টা সময়ের মাঝেই। এবং, র‍্যাপিড চার্জিং নিয়ে আপনার চিন্তিত হবার কিছুই নেই কেননা Oppo এই ক্ষেত্রে ব্যবহার করেছে ৫ স্তর বিশিষ্ট থারমাল প্রোটেক্টিভ কোটিং এবং সলিড টাইটানিয়াম-অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম যা চার্জ হবার সময়য় আপনার স্মার্টফোনটিকে গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করবে।

Oppo Find 7 স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে Color OS 1.2 এর মাধ্যমে যা অ্যান্ড্রয়েড ৪.৩কে বেইস করে নির্মিত হয়েছে। যাই হোক, আমরা জেনে নিলাম Oppo Find 7 এর চমৎকার কিছু ফিচার, এখন দেখা যাক কবে নাগাদ এটি মুক্তি পায় এবং স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে কবে আসে। ততদিন, ভালো থাকবেন এবং প্রিয় টেকের সাথেই থাকবেন।

সোর্স: http://tech.priyo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।