সত্তর হাজার কোটি টাকার বিনিয়োগ সংবলিত দেশের আবাসন খাত এখনো গভীর সংকটের মুখে। এ খাতের বিকাশে উদ্যোক্তারা সরকারের নীতি সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন। আবাসন খাতে গ্যাস বিদ্যুৎ সংযোগের পাশাপাশি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখারও দাবি জানিয়েছেন তারা। আবাসন খাত এ মুহূর্তে দেশের একটি শীর্ষ খাত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষের ভাগ্য জড়িত হয়ে পড়েছে এ খাতের সঙ্গে। শহরাঞ্চলের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আবাসন চাহিদা পূরণে আবাসন খাতের অবদানও অনস্বীকার্য। একদিকে রাজনৈতিক অস্থিরতা ও অন্যদিকে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বন্ধ থাকায় জাতীয় অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতটি মন্দার সম্মুখীন হয়েছিল। রাজনৈতিক অস্থিরতার অবসান হওয়ায় এবং গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সরকার ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় সে সংকট কাটতে শুরু করেছে। আবাসন মালিকদের বিপুলসংখ্যক ফ্ল্যাট অবিক্রীত থাকায় ক্রেতারাও এ সময় মোটামুটিভাবে স্বল্পমূল্যে ফ্ল্যাট কেনার সুযোগ পাচ্ছেন। তবে এ খাতের বিকাশে ক্রেতারা যাতে সহজে ফ্ল্যাট কিনতে পারেন সে সুযোগেরও ব্যবস্থা করা দরকার। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে আবাসন খাতকে উৎপাদনশীল খাতের মর্যাদা দিয়ে ঋণ বিতরণের বাধা দূর করা এবং ক্রেতাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায়, আলাদা পুনঃঅর্থায়ন তহবিল গঠনের প্রস্তাব এসেছে আবাসন খাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে। সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন খাতের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে এর সমাধানের উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি লিখেছেন অর্থমন্ত্রী। তিনি রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে এ খাতের সংকটের জন্য বিশেষভাবে দায়ী করেছেন। আবাসন খাতে ঋণপ্রবাহ ও ফ্ল্যাট বা প্লট বিক্রিতে সহযোগিতার প্রাসঙ্গিকতাও স্বীকার করা হয়েছে ওই চিঠিতে। আবাসন খাতের সমস্যা সমাধানে সরকার যে সত্যিকারভাবেই আন্তরিক তারও প্রমাণ মিলেছে অর্থমন্ত্রীর ভাষ্যে বাসস্থান মানুষের একটি মৌলিক চাহিদা। নাগরিকদের মৌলিক অধিকার পূরণ তথা মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে সহজে প্লট বা ফ্ল্যাট কেনার সুযোগ সৃষ্টির কথা ভাবতে হবে। কম সুদে ফ্ল্যাট কেনার সুবিধা নিশ্চিত করতে আবাসন শিল্পের উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় পুনঃঅর্থায়ন তহবিল প্রতিষ্ঠার যে প্রস্তাব করেছেন, তা তাৎপর্যের দাবিদার। এ ধরনের উদ্যোগ আবাসন সমস্যার সমাধানে যেমন ভূমিকা রাখবে তেমন নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে অবদান রাখবে বলে আশা করা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।