আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘ মানববন্ধন

পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মানববন্ধনের রেকর্ডটিও বাংলাদেশের। সবচেয়ে বড় মানববন্ধন বাংলাদেশে গড়া হয় ২০০৪ সালে। ২০০৪ সালের ১১ ডিসেম্বর প্রায় ৫০ লাখ মানুষ নিয়ে আওয়ামী লীগ ৬৫২ মাইল লম্বা মানববন্ধন করেছিল। এই দীর্ঘতম মানববন্ধনটি দেশের এ প্রান্ত থেকে ওপ্রান্তে ছড়িয়ে যায়। একই সুতোয় যেন গাঁথা পড়ে পুরো দেশ।

টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দীর্ঘ ছিল সেই মানববন্ধনটি। আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ সে মানববন্ধনে যোগ দেয়। সকাল থেকেই দীর্ঘ থেকে দীর্ঘতর হতে তাকে মানববন্ধনটি। শেষ পর্যন্ত প্রায় অর্ধকোটি মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে। এটিই গিনেস বুকে জায়গা করে নেয়।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.