চট্টগ্রামে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অভিযোগ গঠনের শুনানির জন্য ৬ এপ্রিল দিন রেখেছে আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আব্দুর রশিদ এই আদেশ দেন।
জানা যায়, গত ২৫ মার্চ পর্যন্ত হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহার উচ্চ আদালতের জামিনে ছিলেন। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি শুনানির দিনে হাজির হননি, আত্মসমর্পণও করেননি। অভিযোগপত্র দাখিলের পরও বিচারিক আদালতে আত্মসমর্পণ না করায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।