আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলার ফল ছিনিয়ে নিতে সরকার মরিয়া: বিএনপি

পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ‘আওয়ামী সন্ত্রাসীরা’ সারা দেশে নারকীয় তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, পঞ্চম দফায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদগুলো ছিনিয়ে নিতে এবারও সরকার মরিয়া।

পঞ্চম দফা নির্বাচনের আগের দিন আজ রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এসব অভিযোগ করেন।

সালাহউদ্দিন বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, গত চারটি ধাপের নির্বাচনে যেভাবে সহিংসতা চালিয়ে কেন্দ্র দখল করে, ব্যালট বাক্স, ব্যালট পেপার ছিনতাইয়ের মাধ্যমে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের পদগুলো ছিনিয়ে নিতে মরিয়া ছিল এবারও তার ব্যত্যয় ঘটবে না।

বিএনপির এই নেতার অভিযোগ, ফেনীর ছাগলনাইয়া, সিরাজগঞ্জের শাহজাদপুর, কুমিল্লার চান্দিনা, নোয়াখালীর সুবর্ণচর, লক্ষ্মীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় বিএনপির সমর্থকদের ওপর হামলা, নির্যাতন চালানো হচ্ছে।

অনেক জায়গায় পুলিশ বিএনপির সমর্থকদের বাড়িতে তল্লাশির নামে হামলা চালাচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, অস্ত্রের মহড়া দিচ্ছে।

নির্বাচন কমিশনের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, সংবিধানে নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতা দেওয়া থাকলেও ভোট ডাকাতি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে কমিশন ব্যর্থ হয়েছে। বর্তমান কমিশন নিজেদের সরকারের ‘অতীব আজ্ঞাবহ’ হিসেবে প্রমাণ করে প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করেছে। তিনি এই কমিশনের পদত্যাগ দাবি করেন।

পাশাপাশি অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ারও দাবি জানান বিএনপির এই নেতা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.