আমাদের কথা খুঁজে নিন

   

নাকে খত দিচ্ছেন তো: খালেদার উদ্দেশে মোবারক

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দশম সংসদ নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “নাকে খত দিতেছেন তো। আর কী কথা। ”
কাজী রকিব উদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন অথর্ব বলার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বলে আসছেন, তারা ‘আজ্ঞাবহ’ হয়ে কাজ করছেন।
চলমান উপজেলা নির্বাচনেও ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। উপজেলায় পঞ্চম পর্বের ভোটগ্রহণের আগের দিন রোববারও বিএনপির সংবাদ সম্মেলনে বলা হয়, এই কমিশন সরকারের ‘আজ্ঞাবহ’।


বিএনপির ক্রমাগত সমালোচনার মুখে রোববার নির্বাচন কমিশনার মোবারক সাংবাদিকদের প্রশ্নে বলেন, “উনার দল তো আমাদের আন্ডারে ইলেকশন করছেন তো এখন। নাকি করেননি?
“আমরা, নির্বাচন কমিশন কিছুই না, জিরো। কিন্তু উনি এ জিরোর আন্ডারে করছেন তো নির্বাচন। ”
সংসদ নির্বাচন বয়কটের পর বিএনপির উপজেলা নির্বাচনে অংশ নেয়ার দিকে ইঙ্গিত করে গত ২২ ফেব্রুয়ারি এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এবার বাংলাদেশের জনগণের সামনে নাকে খত দিয়ে তওবা করেন। আর এ ধরনের কথা বলবেন না।


সংসদ নির্বাচন বয়কট করলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে খালেদার ব্যাখ্যা, এটা স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে তারা নির্দলীয় সরকার ছাড়া অংশ নেবেন না।
উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর হিসাবে তিন পর্ব পর্যন্ত বিএনপি এগিয়ে থাকলেও চতুর্থ পর্বে এসে তাদের ছাড়িয়ে গেছে আওয়ামী লীগ।
গত পর্বগুলোতে ভোট জালিয়াতির অভিযোগ জানিয়ে আসা বিএনপি আশঙ্কা প্রকাশ করেছে, ইসির নীরবতায় উপজেলায় পঞ্চম পর্বের ভোটে ক্ষমতাসীনরা ব্যাপক কারচুপি করবে।

নির্বাচন কমিশনার আবদুল মোবারক (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রে থাকা সিইসির অনুপস্থিতে নির্বাচন তদারককারী আবদুল মোবারক বলেন, স্থানীয় সরকারের এই নির্বাচনে তারা কোনো প্রার্থীকে দলীয় পরিচয়ে দেখছেন না, অনিয়ম হলে পদক্ষেপ নেয়া হচ্ছে।


নির্বাচন কমিশনার আবদুল মোবারক (ফাইল ছবি)
“আমরা কোনো প্রার্থীকে বিএনপির প্রার্থী বলে মনে করছি না। ইসিতে প্রার্থীরা কোনো দলীয় পরিচয়ও দেয়নি। গণমাধ্যমই এদেরকে দলভিত্তিক চেয়ারম্যান উল্লেখ করছেন, তাই নয় কি?”
বিএনপির সমলোচনার জবাবে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, “আমরা রাষ্ট্রপতি নিয়োগ পাওয়ার পর থেকেই দলটি আমাদের সমালোচনা করে আসছে। এটা নতুন কিছু নয়। ”

উপজেলা নির্বাচনে সহিংসতার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সব দলের নিজেদের সমর্থিত প্রার্থীদের বিজয়ের জন্য মরিয়া হয়ে ওঠাকে দায়ী করেন আবদুল মোবারক।


“মানুষ অনেক বেশি ডেসপারেট হয়ে গেছে। এত ঠিক নয়। আমি এখনো অনুরোধ করব, আপনারা নিজ দলের সমর্থকদের সহিংসতা থেকে বিরত থাকতে বলুন। ”
৭৪ উপজেলায় ভোটের আগের দিন ইসিতে এই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলামও উপস্থিত ছিলেন।
সহিংসতা ধাপে ধাপে বাড়তে থাকায় এ নিয়ে প্রশ্ন করলে ক্ষোভ দেখান নির্বাচন কমিশনারা।

ভোটের পরেও কাউকে ছাড় দেয়া হবে না, বলেন মোবারক।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.