নাকে খত দিয়ে বিএনপি আবার বর্তমান সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
তিনি আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, বিএনপির অধীনে সবগুলো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সমালোচনা বিএনপির মুখে মানায় না।
দীপু মনির দাবি, কয়েক দিন ধরে বিএনপির নেতারা দায়িত্বজ্ঞানহীনভাবে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অচিন্তনীয় মিথ্যাচার করেছে। এ শুধু রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূতই নয়, ধৃষ্টতাও বটে। এদের নির্লজ্জ মিথ্যাচারের কোনো সীমা নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন ও মৃণাল কান্তি দাশ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।