‘সম্মান ও চামড়া’ বাঁচাতে সংসদ থেকে পদত্যাগ করতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে আহ্বান জানিয়েছিলেন তার কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘উনি চামড়া কী করে বাঁচান তা দেখে নেব। ’ আজ রোববার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মান ও চামড়া বাঁচাতে চাইলে অবিলম্বে সংসদ থেকে পদত্যাগ করতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাজুল ইসলাম আজ তারই সমালোচনা করে সংসদে বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, আমরা নাকি চামড়া বাঁচাতে পারব না।
ওনার (খালেদা জিয়া) চামড়া কী করে বাঁচান দেখে নেব। একটি পার্টির চেয়ারম্যান কীভাবে সংসদের বিরোধীদলীয় নেতাকে এসব কথা বলেন? আমরা নাকি সরকারের গৃহপালিত, অনুগত। আমি খালেদা জিয়ার হিংসা-বিদ্বেষ-কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানাই। ’
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, পাঁচ বছরের জন্য তাঁরা নির্বাচিত হয়েছেন, এক দিন আগেও পদত্যাগ করবেন না।
তাজুল ইসলাম বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেয়নি।
কেউ তাদের বারণ করেননি। তারা তো এই সরকারের অধীনে সিটি, পৌর ও উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে। জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে এখন অহেতুক বিতর্কের জন্ম দিয়েছেন।
কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘আমরা কি ১৯ দলে যোগ দিয়েছি? তাদের সঙ্গে কি আমরা কোনো গোপন চুক্তি করেছিলাম? নির্বাচন বানচাল করার জন্য বোমাবাজি আমরা ফেস করেছি। তার পরও নির্বাচন হয়েছে।
আপনার কথায় আমরা পদত্যাগ করব না। ’
দুজন সাংসদই জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে তারেক রহমান ও খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।