আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার শেষ নবাব সিরাজ্জুদিন খান, মোহাম্মদ আবু জাফর বাহাদুর শাহ গাজীর কবর জিয়ারত ( একটি ফটো ব্লগ)

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই এই বৎসর এর শুরুর দিকে কিছু দিন মায়ানমার কাজ করছিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল কবি সম্রাট এর মাযার জিয়ারত করবো। করলাম।

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ্জুদিন খান, মোহাম্মদ আবু জাফর বাহাদুর শাহ গাজীর পোট্রেট রেঙ্গুন এ। সিপাহী বিপ্লবের পর ওখানেই তাকে ইংরেজশক্তি নির্বাসন এ দেন। ইয়াঙ্গুন এ সিটাগ্ন রোডে বাহাদূর শাহ জাফরের মাজারের অভ্যান্তরে। দুই স্তর বিশিষ্ট মাজারে উপরের তলায় শায়িত সম্রাট এর ২ নাতি এবং কন্যা প্রতিদিন ই এভাবে ভক্ত কুল আসে শ্রদ্বা জানা্তে শিল্পী তুলিতে বাহাদুর শাহ জাফরের বিচারের পরের দৃশ্য। মহিলারা ফাতেহা পাঠ করছেন ফাতেহা পাঠ করে আমার বিনম্র শ্রদ্বা বাংলার শেষ হতভাগ্য সম্রাট এরপ্রতি শেষ সম্রাট এর মাজার।

ইৎনা বদনসীব হ্যায় জফর দফন কা লিয়ে দো গজ জমীন ভি না মিলি কুয়েঁইয়ারমে --- বাহাদূর শাহ জাফর আমার থেকে ভাগ্যহীনা আর কেঊ হবে না। মরবার পরে আপন দেশের মাত্র ২ গজ জমিও পেলাম না আমার কবরের জন্যে ---শোভন (অনুবাদ) দেয়ালে খোদাই করা শেষ সম্রাট এর অসংখ্য শের শায়রী, সুবে বাংলার সর্বশ্রেষ্ট সুফী সম্রাট ঊমরেদরাজ মাংকে লায়ে থে চারদিন দো আরজুমে কট গয়ে দো ইন্তেজারমে --- বাহাদূর শাহ জাফর ঈশ্বরের কাছে চার দিন ভিক্ষা নিয়ে এসেছিলাম, তার দুদিন কেটে গেল আকাখায় আর দুদিন কেটে গেল অপেক্ষায়। জীবন তো তাই দুদিনের স্বপ্ন বুনবার জন্য আর দুদিন স্বপ্নভঙ্গের ---শোভন (অনুবাদ) আবু জাফর বাহাদুর শাহ মাযারের ট্রাষ্টি র্বোর্ডের সদস্যরা বের হয়ে আসছি বাহাদুর শাহের মাযার থেকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.