রাজধানীর রূপনগর আবাসিক এলাকার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। এ ঘটনায় ওই ভবনের বাসিন্দাসহ আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কে ভবনের বাসিন্দারা ভবন ছেড়ে অন্যত্র চলে গেছে। গতকাল জুমার নামাজের পর রূপনগরের ২০ নম্বর রোডের ৪৭ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব-এ-খোদা জানান, রূপনগরের ওই বাড়িটি কিছুটা হেলে পড়ে। বাড়িটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বাড়িটি খালি করা হয়েছে। ভবনের আশপাশের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। ওই বাড়ির মালিক কানাডাপ্রবাসী আলমগীর চৌধুরী। বাড়িটির তত্ত্বাবধায়ক গত দুই বছর ধরে ওই বাড়িতে কাজ করলেও তিনি ভবন হেলে পড়ার বিষয়ে কিছু জানেন না। তিনি আরও জানান, রাজউকের একটি দল ভবন হেলে পড়ার কারণ তদন্ত শুরু করেছেন।
রাজউকের তদন্ত শেষে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।